Sardar Udham: IMDb-র বিচারে কত রেটিং পেলো ভিকি কৌশলের 'সর্দার উধম'?
পরিচালক সুজিত সরকারের সঙ্গে প্রথমবার কাজ করছেন ভিকি কৌশল। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে পরিচালকের সঙ্গে শ্যুটিংয়ের সময়কার একাধিক ছবি শেয়ার করে নিয়েছেন অনুরাগীদের সঙ্গে।
![Sardar Udham: IMDb-র বিচারে কত রেটিং পেলো ভিকি কৌশলের 'সর্দার উধম'? Sardar Udham gets 9.2 IMDb rating, Vicky Kaushal expresses ‘heartfelt gratitude’, know in details Sardar Udham: IMDb-র বিচারে কত রেটিং পেলো ভিকি কৌশলের 'সর্দার উধম'?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/10/18/1e71ab3f98ea0e62d16b0e28d0750eb2_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: সদ্যই মুক্তি পেয়েছে বলিউড অভিনেতা ভিকি কৌশলের (Vicky Kaushal) নতুন ছবি 'সর্দার উধম'। প্রথমবার কোনও স্বাধীনতা সংগ্রামীর চরিত্রে অবিনয় করলেন 'উরি' অভিনেতা। ছবিটি মুক্তি পেয়েছে ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম ভিডিওতে। আর মুক্তি পাওয়ার পর থেকেই প্রশংসায় ভাসছেন ভিকি কৌশল। একদিকে যখন বলিউডের অন্যান্য তারকারা থেকে দর্শকরা প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন। অন্যদিকে ভিকি কৌশলের ছবি 'সর্দার উধম' আইএমডিবি দশে ৯.২ রেটিংস দিয়েছে। ফলে সব দিক থেকেই তাঁর অভিনীত ছবি প্রশংসা লাভ করছে। আর এত প্রশংসা পেয়ে উচ্ছ্বসিত হয়ে পড়েছেন ভিকি কৌশল।
আরও পড়ুন - Vidyut Jammwal Update: কোন ছবি পছন্দ, কোনটাই বা অপছন্দ? বিদ্যুৎ জামওয়ালের উত্তর জানলে চমকে যাবেন
পরিচালক সুজিত সরকারের সঙ্গে প্রথমবার কাজ করছেন ভিকি কৌশল। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে পরিচালকের সঙ্গে শ্যুটিংয়ের সময়কার একাধিক ছবি শেয়ার করে নিয়েছেন অনুরাগীদের সঙ্গে। 'সর্দার উধম' ছবিতে মূখ্য চরিত্রে তাঁকে নির্বাচিত করার জন্য পরিচালক সুজিত সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আবেগতাড়িত পোস্ট আগেই করেছেন ভিকি কৌশল। এবার আইএমডিবি ৯.২ রেটিংস দেওয়ার পর ইনস্টাগ্রামে প্রতিক্রিয়া প্রকাশ করলেন অভিনেতা। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে আশ্চর্য প্রকাশ করে ভিকি কৌশল লিখেছেন, '৯.২!!! আপনারা তো সকলে মিলে হইচই ফেলে দিয়েছেন। হৃদয়ের অন্তর থেকে ভালোবাসা জানাই।'
আরও পড়ুন - Hrithik Viral Dance: জিম সেশনে হৃত্বিকের ডান্স স্টেপে মেতে উঠেছেন বলি সেলেবরা, ভিডিও ভাইরাল নেট দুনিয়ায়
প্রসঙ্গত, ক্যাটরিনা কাইফের সঙ্গে ভিকি কৌশলের সম্পর্কের গুঞ্জন কান পাতলেই শোনা যায়। 'সর্দার উধম' দেখে এসে ক্যারিনা কাইফও তাঁকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। এছাড়াও অনুরাগী থেকে সমালোকদের প্রশংসা খুব সহজেই আদায় করে নিয়েছে ভিকি কৌশলের 'সর্দার উধম'। উল্লেখ্য, 'সর্দার উধম' ছবিটি দুজন বন্ধুকে উতসর্গ করেছেন ভিকি কৌশল। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে অভিনেতা লিখেছেন যে, তিনি এই ছবিটি সর্দার উধম এবং বলিউড অভিনেতা ইরফান খানকে উতসর্গ করতে চান। যাঁদের আমরা চিরকাল জীবিত থাকতে দেখতে চেয়েছি।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)