Vidyut Jammwal Update: কোন ছবি পছন্দ, কোনটাই বা অপছন্দ? বিদ্যুৎ জামওয়ালের উত্তর জানলে চমকে যাবেন
'ফোর্স' কিংবা 'কম্যান্ডো' সিরিজ বিদ্যুৎ জামওয়ালের অ্যাকশনে মজে রয়েছে আট থেকে আশি। কিন্তু যদি জিজ্ঞাসা করা হয়, তিনি কোন ধরনের ছবি দেখতে পছন্দ করেন? অ্যাকশন নাকি রোম্যান্টিক নাকি কমেডি নাকি থ্রিলার?

মুম্বই: বলিউডের জনপ্রিয় অভিনেতাদের নামের তালিকা তৈরি করলে হয়তো খুব একটা উপরের দিকে থাকবেন না তিনি. কিন্তু বলিউডের অ্যাকশন হিরোদের নামের তালিকায় তৈরি করতে গেলে সম্ভাবত তালিকার শীর্ষে থাকবে তাঁর নাম। তিনি আর কেউ নন। নান আদার দ্যান বিদ্যুৎ জামওয়াল (Vifyut Jammwal)। 'ফোর্স' কিংবা 'কম্যান্ডো' সিরিজ বিদ্যুৎ জামওয়ালের অ্যাকশনে মজে রয়েছে আট থেকে আশি। কিন্তু যদি জিজ্ঞাসা করা হয়, তিনি কোন ধরনের ছবি দেখতে পছন্দ করেন? অ্যাকশন নাকি রোম্যান্টিক নাকি কমেডি নাকি থ্রিলার? উত্তর দিলেন অভিনেতা।
আরও পড়ুন - Mahima Chaudhry Update: একজন অভিনেত্রী কাউকে ডেট করলে ইন্ডাস্ট্রি তাঁকে কীভাবে দেখত? বিস্ফোরক মহিমা চৌধুরী
সদ্যই মুক্তি পেয়েছে তাঁর নতুন ছবি 'সনক'। ছবিতে একইরকমভাবে অ্যাকশন হিরোর ভূমিকায় দেখা গিয়েছে তাঁকে। এই ছবিতে তিনি প্রথমবার জুটি বেঁধেছেন বাংলা ছবির জনপ্রিয় নায়িকা রুক্মিনী মৈত্রর সঙ্গে। তাই 'সনক' ছবিটি হিন্দি ছবির দর্শকদের পাশাপাশি বাংলা ছবির দর্শকদের কাছ থেকেও জনপ্রিয়তা অর্জন করেছে। এই ছবি দিয়েই বলিউডে আত্মপ্রকাশ হল রুক্মিনী মৈত্রের।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে অ্যাকশন হিরো বিদ্যুৎ জামওয়াল জানালেন যে, তিনি কোন ধরনের ছবি দেখতে পছন্দ করেন। আর তিনি যা বললেন, তা জানলে আপনিও বেশ কিছুটা অবাক হবেন। বিদ্যুৎ জামওয়াল বলছেন, 'আমার অ্যাকশন ছবি দেখতে একেবারেই ভালো লাগে না। অ্যাকশন ছবি দেখলেই আমার মাথা যন্ত্রণা শুরু হয়ে যায়। এই ধরনের ছবিতে প্রচুর পরিমাণে মারপিট আর কান ঝালাপালা করে দেওয়া আওয়াজ থাকে। এই দৃশ্যগুলোতে পারফর্ম করতে আমি খুবই পছন্দ করি। কিন্তু দেখতে একেবারেই ভালো লাগে না। যেকোনও ছবির থেকে আমি রোম্যান্টিক ছবে দেখতে বেশি পছন্দ করি।'
আরও পড়ুন - Hrithik Viral Dance: জিম সেশনে হৃত্বিকের ডান্স স্টেপে মেতে উঠেছেন বলি সেলেবরা, ভিডিও ভাইরাল নেট দুনিয়ায়
তিনি আরও বলেন, 'অ্যাকশন ছবি আমার একঘেয়ে লাগে। এটা এমন নয় যে, শুধুমাত্র আমিই এই কাজটা সবথেকে ভালো পারি। এটা এমন যে, কোনও কাজ করতে আমার ভালো লাগে কিন্তু দেখতে নয়।' বিদ্যুৎ জামওয়ালের এমন কথায় অবাক হয়েছেন তাঁর অনুরাগীরাও। প্রসঙ্গত, কয়েকদিন আগেই বাগদত্তা নন্দিতা মোহতানির সঙ্গে তাঁর সম্পর্কের কথা প্রকাশ্যে এসেছে। নিজেই নিজের সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে জানিয়েছিলেন যে তিনি তাঁর চিরাচরিত 'কম্যান্ডো' স্টাইলেই প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন।





















