SaReGaMaPa Legends: অভিজিতের স্নেহের প্রশ্রয়ে অনির্বাণ শোনালেন 'নয়ন সরসী কেন...', আপ্লুত নেটদুনিয়া
Anirban Bhattacharya: সম্প্রতি শুরু হয়েছে 'সা রে গা মা পা লেজেন্ডস'। আধুনিক থেকে কালজয়ী পুরনো দিনের গান, সমস্ত একমঞ্চে একাধিক তারকা সঙ্গীতশিল্পীর কণ্ঠে শোনা যাচ্ছে। সঞ্চালনায় অনির্বাণ ভট্টাচার্য।
![SaReGaMaPa Legends: অভিজিতের স্নেহের প্রশ্রয়ে অনির্বাণ শোনালেন 'নয়ন সরসী কেন...', আপ্লুত নেটদুনিয়া SaReGaMaPa Legends Actor host Anirban Bhattacharya sings Kishore Kumar Song with Abhijeet Bhattacharya SaReGaMaPa Legends: অভিজিতের স্নেহের প্রশ্রয়ে অনির্বাণ শোনালেন 'নয়ন সরসী কেন...', আপ্লুত নেটদুনিয়া](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/16/6aca65234245c38b14cc8972e436d5611715871839654229_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: ২০১৯ সালে মুক্তি পায় সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherji) পরিচালিত 'শাহজাহান রিজেন্সি' (Shah Jahan Regency)। ছবির এক ঝাঁক তারকার অভিনয়ের পাশাপাশি আরও এক আকর্ষণীয় বিষয় ছিল অনির্বাণ ভট্টাচার্যের (Anirban Bhattacharya) কণ্ঠে 'কিচ্ছু চাইনি আমি' গান। থিয়েটারের মঞ্চ থেকে ক্যামেরার সামনে আসা অনির্বাণের কণ্ঠের পরিচয় তার আগেও অনেকেই পেয়েছেন। তবে 'শাহজাহান রিজেন্সি' অভিনেতার এই প্রতিভাকে আরও অনেকের সামনে তুলে ধরে। ফের একবার তাঁর কণ্ঠে ভাইরাল হল গান। সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল 'সা রে গা মা রা লেজেন্ডস'-এর মঞ্চে দাঁড়িয়ে অনির্বাণের কণ্ঠে 'নয়ন সরসী কেন ভরেছে জলে'।
ভাইরাল অনির্বাণের কণ্ঠে 'নয়ন সরসী কেন ভরেছে জলে'
সম্প্রতি শুরু হয়েছে জি বাংলার নতুন প্রয়াস 'সা রে গা মা পা লেজেন্ডস'। আধুনিক থেকে কালজয়ী পুরনো দিনের গান, সমস্ত একমঞ্চে একাধিক তারকা সঙ্গীতশিল্পীর কণ্ঠে শোনা যাচ্ছে। সেই অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্ব সামলাচ্ছেন অভিনেতা, পরিচালক অনির্বাণ ভট্টাচার্য। সম্প্রতি জি বাংলার সোশ্যাল মিডিয়ায় একটি রিল পোস্ট করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে মঞ্চে বসে অভিজিৎ (Abhijeet Bhattacharya)। পাশে দাঁড়িয়ে সঞ্চালক অনির্বাণ। মিউজিক শুরু হতেই অনির্বাণ গেয়ে ওঠেন, 'বেদনার কলি তুমি'। গান শুনেই তৃপ্তি ভরা চোখে, মুখে হাসি নিয়ে অনির্বাণের দিকে ঘুরে তাকান অভিজিৎ।
পাশে বসে তারকা গায়ক। এক লাইন গেয়েই চুপ করে যান অনির্বাণ। কিন্তু নাছোড় অভিজিৎ। বলে ওঠেন, 'তারপর?' জিভ কেটে, হাত ধরে বিনয়ী অনির্বাণের বক্তব্য, 'তারপর! অভিজিৎ দা, আপনি মঞ্চে বসে...'। অকপট অভিজিৎ, 'আমি তো কানপুর থেকে এদিকে এসেছি। তুমি তো এদিকেরই।' তখনও রাজি হচ্ছেন না অনির্বাণ। এরপর মজা করে অভিজিৎ বলেন, 'আমি ভুলে গেছি। তুমি একটা লাইন গাও।' এই শুনে ফের গান ধরেন অনির্বাণ, 'নয়ন সরসী কেন ভরেছে জলে, কত কী রয়েছে লেখা কাজলে কাজলে।' হাততালিতে ফেটে পড়ে দর্শক মহল।
View this post on Instagram
সোশ্যাল মিডিয়ায় ফের একবার ভাইরাল 'গায়ক' অনির্বাণ ভট্টাচার্য। তাঁর কণ্ঠের প্রশংসায় পঞ্চমুখ সকলেই। একজন কমেন্ট করেন, 'এই প্রথম আমি বাংলা গান শুনছি, এবং আপনার কণ্ঠ আমাকে অভিভূত করল'। কেউ লিখলেন, 'দারুণ, অলরাউন্ডার অনির্বাণ'। একজন লেখেন, 'মেদিনীপুরবাসী গর্বিত আপনাকে নিয়ে'।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)