Saswata on Fathers' Day: 'তুমি আদর্শ ছিলে, থাকবে..' ফাদার্স ডে-তে বাবাকে লিখছেন শাশ্বত
Actor Saswata Chatterjee on Fathers' Day: বাবা তৎকালীন বাংলা সিনেমার নায়ক শুভেন্দু চট্টোপাধ্যায়। অথচ অভিনয়ে আসার কোনও পরিকল্পনাই নাকি ছিল না শাশ্বতর।
কলকাতা: সাদা কালো ছবিতে স্মৃতিচারণ। দুজনেই রুপোলি পর্দার মানুষ, কেমন দুই প্রজন্মের। ফাদার্স ডে-তে বাবা শুভেন্দু চট্টোপাধ্যায়ের (Subhendu Chatterjee) সঙ্গে স্মৃতিমাখা ছবি ভাগ করে নিলেন শাশ্বত চট্টোপাধ্যায় (Saswata Chatterjee)।
সোশ্যাল মিডিয়ায় আজ বাবার একা ও নিজের সঙ্গে বেশ কিছু ছবি পোস্ট করেছেন শাশ্বত। বিভিন্ন বয়সের। ক্যাপশানে অভিনেতা লিখেছেন, 'হ্য়াপি ফাদার্স ডে বাপি। তুমি সবসময় আমার কাছে একজন আদর্শ ছিলে আর থাকবেও।' সাদা কালো ছবিতে ঝলমল করছেন নায়ক শুভেন্দু। নজর কাড়ছে তাঁর মুখের সেই হাসি।
বাবা তৎকালীন বাংলা সিনেমার নায়ক শুভেন্দু চট্টোপাধ্যায়। অথচ অভিনয়ে আসার কোনও পরিকল্পনাই নাকি ছিল না তাঁর। এবিপি লাইভকে একবার শাশ্বত বলছেন, 'আমাদের একটা পাড়া ছিল। পাড়ার ছেলেরা ঠিক যেভাবে থাকে, সেভাবেই থাকতাম আমি। চায়ের দোকানে, রকে আড্ডা দিতাম। রাস্তায় ক্রিকেট, ফুটবল খেলতাম। লেকের মাঠে খালি পায়ে ফুটবল খেলতাম। কখনও ভবিষ্যৎ নিয়ে ভাবিনি। মনে হত, মাথার ওপর বাবা-মা আছেন, তারাই ভাববে।'
আরও পড়ুন: Fathers' Day Exclusive: বাবার সুগন্ধি আর ঘড়ি প্রিয়, কবীরের জন্যই কথা বলা বেড়েছে রাণের: কোয়েল
শাশ্বত আরও বললেন, 'কোনও স্বপ্ন ছিল না। একদিন বাবা আমায় ডেকে বাধ্য হয়ে প্রশ্ন করলেন, তুই কী হতে চাস? আমি তো কিছুই বুঝতে পারছি না কোন দিকে যাচ্ছে! যে দিকে দু চোখ যায়.. সেদিকে চলে যেতাম যেন..' হেসে ফেললেন শুভেন্দু পুত্র।
এরপর অভিনয়ে আসা, প্রথম টলিউডে পা দিয়ে নাকি নিজের নামটাই শুনতে পেতেন না শাশ্বত। এবিপি লাইভকে একবার তিনি বলেছিলেন, 'ইন্ডাস্ট্রিতে পা দিয়ে প্রথম ১০ বছর নিজের নামটাই শুনতে পাইনি। শুনতাম শুভেন্দুর ছেলে।'
তবে এখন টলিউড থেকে বলিউড, দুই ইন্ডাস্ট্রিতেই চুটিয়ে কাজ করছেন শাশ্বত। তবে শিকড়ের টান বোধহয় ভোলা যায় না কখনও। আজও শাশ্বত আদর্শ বাবা শুভেন্দুই।