(Source: Poll of Polls)
Keya Seth-Satarupa Satarupa Sanyal: কেয়া শেঠের বিরুদ্ধে নকল শাড়ি বিক্রি করার অভিযোগ শতরূপার, পাল্টা কী বললেন কেয়া?
Satarupa Sanyal and Keya Seth: সদ্য সোশ্যাল মিডিয়ায় একটি লম্বা পোস্ট করেন শতরূপা। সেখানে তিনি লেখেন, তিনি 'কেয়া শেঠ এক্সক্লুসিভ'-এর অনলাইন স্টোর থেকে একটি সিল্ক বোমকাই কেনেন যেটি নকল
কলকাতা: হঠাৎ সোশ্যাল মিডিয়ায় একটি লম্বা পোস্ট লেখিকা, চিত্রপরিচালক শতরূপা স্যানালের। তিনি অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী ও চিত্রাঙ্গদা শতরূপার মা-ও। অভিযোগ, 'কেয়া শেঠ এক্সক্লুসিভ'-এর থেকে কেনা একটি শাড়ি নিয়ে। তিনি লিখেছেন, ৫০০০ টাকা দিয়ে তিনি একটি নকল শাড়ি পেয়েছেন এবং তা ফেরৎ দিতে পারেননি। সোশ্যাল মিডিয়ায় সেই ক্ষোভই উগরে দিয়েছেন শতরূপা। আর লেখিকার এই পোস্টের পাল্টা একটি ভিডিও করেছেন কেয়া শেঠও। ঠিক কী সমস্যা হয়েছে, সেই কথাা তিনি বিস্তারিতভাবে বলেন ওই ভিডিওতে।
সদ্য সোশ্যাল মিডিয়ায় একটি লম্বা পোস্ট করেন শতরূপা। সেখানে তিনি লেখেন, তিনি 'কেয়া শেঠ এক্সক্লুসিভ'-এর অনলাইন স্টোর থেকে একটি সিল্ক বোমকাই কেনেন যেটি নকল। শাড়িটি আসার পরে শতরূপা তা বুঝতে পারেন। শাড়িটির ওপর ছাড় ছিল বলেও জানিয়েছেন শতরূপা। তবে শাড়িটি হাতে পাওয়ার পরে শতরূপা নিজের ভুল বুঝতে পারেন ও সেটিকে ফেরত দিতে চান। তবে 'কেয়া শেঠ এক্সক্লুসিভ'-এর পক্ষ থেকে জানানো হয়, শাড়িটি ফেরৎ দেওয়ার কোনও পলিসি নেই। শতরূপার অভিযোগ, তিনি বিভিন্ন জায়গা থেকে শাড়ি কিনলেও কখনও এই সমস্যার মধ্যে পড়েননি। তাই তিনি তাঁর বন্ধুদের সতর্ক করে দিতেই এই ধরণের পোস্ট করেছেন।
এই পোস্টের পাল্টা একটি মন্তব্য করেন কেয়া শেঠও। একটি ভিডিও পোস্ট করে কেয়া শেঠ বলেন, শতরূপা স্যানাল ভাল করে না পড়েই শাড়িটি অর্ডার করে ফেলেছেন। ওই দামে পিওর সিল্ক পাওয়া অসম্ভব। শাড়িটির ডেসক্রিপশন বক্সেও লেখা ছিল, শাড়িটি পিওর সিল্ক নয়। সেটি শতরূপা স্যানাল লক্ষ্যই করেননি। কেবল তাই নয়, তাঁকে নাকি বলা হয়েছিল যে তিনি যে কোনও 'কেয়া শেঠ এক্সক্লুসিভ'-এর মলে গিয়ে শাড়িটি বদলে পছন্দমতো শাড়ি নিয়ে আসতে পারেন তবে তাতে নাকি তিনি রাজি হননি। পাশাপাশি কেয়া শেঠ এও বলেছেন যে শতরূপা স্যানালের সঙ্গে তাঁর ব্যক্তিগত যোগাযোগ রয়েছে। কাজেই এই অসুবিধার কথা তিনি ব্যক্তিগতভাবেও জানাতে পারতেন। কিন্তু তা না করে, তিনি সোশ্যাল মিডিয়ায় অভিযোগ করার রাস্তাই বেছে নিয়েছেন। শতরূপা স্যানালের এই পোস্টে সমর্থন করেছিলেন তাঁর মেয়ে চিত্রাঙ্গদা শতরূপা। কেয়া শেঠ তাঁর নাম উল্লেখ করেও বলেছেন যে চিত্রাঙ্গদা বর্তমান প্রজন্ম। তিনি অন্তত শাড়ি অনলাইনে কেনার বিষয়ে মাকে সাহায্য করতে পারতেন যে কী কী পড়ে শাড়ি পছন্দ করতে হয়। কিন্তু তা তিনি করেননি।
আরও পড়ুন: Kangana Ranaut: ধর্ষণের হুমকি পাচ্ছি, কিন্তু এভাবে আমায় দমিয়ে রাখতে পারবে না: কঙ্গনা
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।