Shabaash Mithu Update: ডাবিং শুরু 'সাবাশ মিঠু' ছবির, মজার ক্যাপশনে ছবি পোস্ট সৃজিতের
Shabaash Mithu Update: মিতালি রাজের জন্মদিনে নতুন ছবি 'সাবাশ মিঠু'-র (Shabaash Mithu) পোস্টার প্রকাশ করেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherjee)। মিতালি রাজের বায়োপিক এই ছবি।
কলকাতা: শুরু হল 'সাবাশ মিঠু' (Shabaash Mithu) ছবির পোস্ট প্রোডাকশনের কাজ। কিছুদিন আগেই প্রকাশ্যে এসেছিল ছবির পোস্টার। বাংলার জনপ্রিয় পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের (Srijit Mukherji) পরিচালনায় ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে বলিউড তারকা তাপসী পন্নুকে (Taapsee Pannu)। সোশ্যাল মিডিয়ায় ডাবিংয়ের (Dubbing Session) ছবি পোস্ট করলেন সৃজিত।
নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে এদিন অভিনেত্রী তাপসী পন্নুর সঙ্গে একটি সেলফি পোস্ট করেন সৃজিত মুখোপাধ্যায়। সঙ্গে লেখেন একটি মজার ক্যাপশন। ডাবিং শুরু হয়েছে 'সাবাশ মিঠু' ছবির। তাই ক্যাপশনে লিখলেন, 'ডাব নে বনা দি জোড়ি।' শাহরুখ খান ও অনুষ্কা শর্মা অভিনীত জনপ্রিয় ছবি 'রব নে বনা দি জোড়ি' ছবির নামকে মজা করে ঘুরিয়ে লিখে ক্যাপশন দিলেন পরিচালক। তবে মজা করতে পিছনে যান না তাপসীও। সৃজিতের ছবিকে কমেন্ট করে লিখলেন, 'দরদি ডাব ডাব করদি'। বিখ্যাত পঞ্জাবী গান থেকে ক্যাপশন লেখেন তিনি।
View this post on Instagram
একই ছবি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেন তাপসী। লেখেন, 'মাঠের বাইরে বের করতে আসছি শীঘ্রই'।
মিতালি রাজের জন্মদিনে নতুন ছবি 'সাবাশ মিঠু'-র (Shabaash Mithu) পোস্টার প্রকাশ করেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherjee)। মিতালি রাজের বায়োপিক এই ছবি। পোস্টার শেয়ার করে সৃজিত লেখেন, 'একটা মেয়ে আর তাঁর ব্যাট গোটা পৃথিবীর সমস্ত রেকর্ড আর বস্তাপচা ধ্যানধারণা ভেঙে দিল। তুমি এই সবকিছু সম্ভব করেছ। শুভ জন্মদিন মিতালি রাজ। ৪ ফেব্রুয়ারি ২০২২ সালে 'সাবাশ মিঠু' আসছে প্রেক্ষাগৃহে।'