Shah Rukh Khan: মক্কায় গিয়ে উমরাহ করলেন শাহরুখ খান
Bollywood Celebrity Updates: শাহরুখ খানের ছবি নেট দুনিয়ায় ভাইরাল হতে সময় নেয়নি।
![Shah Rukh Khan: মক্কায় গিয়ে উমরাহ করলেন শাহরুখ খান Shah Rukh Khan performs Umrah in Mecca after Dunki shoot, know in details Shah Rukh Khan: মক্কায় গিয়ে উমরাহ করলেন শাহরুখ খান](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/04/420ec0ba0dc8ad2f7ad1a8c7141794861670092855917214_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: 'ডাঙ্কি'র (Dunki) শ্যুটিং শেষ করে মক্কায় গিয়ে উমরাহ করলেন শাহরুখ খান (Shah Rukh Khan)। বলিউডের বাদশার ফ্যান ক্লাবের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একাধিক ছবি ও ভিডিও পোস্ট করা হয়েছে। সেখানেই দেখা যাচ্ছে, সাদা পোশাকে উপরাহ করছেন তিনি। শাহরুখ খানের ছবি নেট দুনিয়ায় ভাইরাল হতে সময় নেয়নি।
শাহরুখ খানের উমরাহ করার ছবি ভাইরাল-
সম্প্রতি শাহরুখ খানের ফ্যান ক্লাবের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে বেশ কয়েকটি ছবি ও ভিডিও পোস্ট করা হয়েছে। ভিডিও ও ছবিগুলিতে দেখা যাচ্ছে, মক্কায় গিয়ে উমরাহ করছেন তিনি। তাঁর পরনে সাদা পোশাক। ছবিগুলি ভাইরাল হয়ে যায় মুহূর্তে।
">
Mashallah 👏
Shah Rukh Khan performing Umrah at Makka Sharif ❤️@iamsrk#ShahRukhKhan #SRK #KingKhan pic.twitter.com/bSVEvowt8Q
">
আরও পড়ুন - Top Entertainment News Today: বিনোদনের জগতের সেরা খবরগুলি একঝলকে
প্রসঙ্গত, দীর্ঘ পাঁচ বছরের বিরতি কাটিয়ে আগামী বছর পর্দায় ফিরছেন শাহরুখ খান। তাঁকে দেখা যেতে চলেছে একাধিক ছবিতে। 'পাঠান', 'ডাঙ্কি', 'জওয়ান'-এর মতো ছবি মুক্তি পেতে চলেছে তাঁর। যদিও চলতি বছর তাঁকে বেশ কয়েকটি ছবিতে ক্যামিও চরিত্রে দেখা গিয়েছে। 'ব্রহ্মাস্ত্র', 'লাল সিং চাড্ডা', 'রকেট্রি'র মতো ছবিতে ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন তিনি। আর ছোট চরিত্রগুলিতেই প্রশংসিত হয়েছেন শাহরুখ খান।
">
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)