এক্সপ্লোর
Advertisement
বারাণসীতে ছবির প্রচারে গিয়ে 'বানারসী পানে'র স্বাদে ডুব দিলেন শাহরুখ-অনুষ্কা-ইমতিয়াজ
বারাণসী: সোমবার ছবির প্রচারে বারাণসী গিয়েছিলেন 'জব হ্যারি মেট সেজল'-এর টিম। সেখানে গিয়ে পুরো বারাণসী কায়দায় বানানো পান খেয়ে কার্যত অভিভূত বলিউড বাদশা, বলি ডিভা অনুষ্কা শর্মা এবং পরিচালক ইমতিয়াজ আলি। প্রসঙ্গত, ছবির প্রচারে এখন সারা ভারত ঘুরছেন শাহরুখ খান । বেনারস সফরে তাঁর সঙ্গে রয়েছেন অনুষ্কা ও ইমতিয়াজ।
বারাণসীর বিশেষত্ব, বৈচিত্র্য রয়েছে নানা ধরনের মিষ্টি, দুগ্ধজাতীয় খাদ্য, সেখানকার পানে। বারাণসীর রাস্তায় ঘুরতে ঘুরতে স্থানীয় এক পান বিক্রেতার স্টলের সামনে আচমকাই দাঁড়িয়ে যান বাদশা। তারপর স্বাদ নেন শহরের অন্যতম আকর্ষণের। যে দোকান থেকে টিম 'জব হ্যারি মেট সেজন' পান খেয়েছেন, সেটা প্রায় ৭০ বছরের পুরনো। সেখানকার বিশেষত্ব ঠান্ডা মিষ্টি পান। আর সেটাই চেখে দেখেছেন কিং খান।
তারপর তাঁর অসাধারণ বারাণসী সফরের জন্যে টুইটে সেখানকার আমজনতা, শহরকে ধন্যবাদ জানিয়েছেন শাহরুখ।
বারাণসীর আগে শাহরুখ লুধিয়ানা, জলন্ধর, যোধপুর এবং জয়পুরে গিয়েছিলেন ছবির প্রচারে। ছবিটি পর্দায় মুক্তি পাচ্ছে আগামী ৪ অগাস্ট।Harry, Sejal & Imtiaz had a great time in Varanasi... thank u all for coming & big thanks to @ManojTiwariMP #JHMSInVaranasi pic.twitter.com/rapadJg5F3
— Shah Rukh Khan (@iamsrk) July 31, 2017
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
জেলার
ক্রিকেট
Advertisement