Shah Rukh Khan: কর্ণ জোহরের জন্মদিনের পার্টিতে ডান্স ফ্লোর মাতাচ্ছেন কিং খান, দেখুন ভাইরাল ভিডিও
Karan Johar Birthday Party: কর্ণ জোহরের জন্মদিনের পার্টি মাতিয়ে দিলেন কিং খান। মুহূর্তে তাঁর নাচের ভিডিও ভাইরাল।
মুম্বই: গতকাল ছিল বলিউডের ছবি নির্মাতা কর্ণ জোহরের (Karan Johar) জন্মদিন। এদিন ৫০ বছরে পা দিলেন তিনি। আর জীবনের হাফ সেঞ্চুরি সম্পূর্ণ করার আনন্দে বি টাউনে দিয়েছিলেন বিশাল পার্টি। সেখানে উপস্থিত ছিলেন না কে। শাহরুখ খান, আমির খান, সলমন খান, অভিষেক বচ্চন, ঐশ্বর্য রাই, করিনা কপূর খান, ভিকি কৌশল, ক্যাটরিনা কাইফ থেকে বলিউডের প্রায় সমস্ত তারকা। সেখানেই পার্টি মাতিয়ে দিলেন কিং খান (Shah Rukh Khan)। মুহূর্তে তাঁর নাচের ভিডিও ভাইরাল।
কর্ণ জোহরের জন্মদিনে শাহরুখ খানের ভাইরাল ভিডিও-
এদিন পাপারাজ্জিদের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে বেশ কিছু ভিডিও পোস্ট করা হয়েছে। যাতে দেখা যাচ্ছে কর্ণ জোহরের জন্মদিনের পার্টিতে ডান্স ফ্লোর মাতাচ্ছেন কিং খান। 'কুছ কুছ হোতা হ্যায়' ছবির 'কোই মিল গয়া' গানে নাচে ঝড় তুলেছেন বলিউডের বাদশা। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও প্রকাশ হতেই তা ভাইরাল হতে সময় নেয়নি।
আরও পড়ুন - Belashuru: 'বেলাশুরু'র শ্যুটিং শেষে ফেরার পথে ট্রেনে সৌমিত্রর কবিতা, নস্টালজিক শিবপ্রসাদ
অন্যদিকে, কর্ণ জোহরের জন্মদিনের পার্টিতে দেখা গেল প্রাক্তন দম্পতি আমির খান (Aamir Khan) ও কিরণ রাওকেও (Kiran Rao)। এদিনের পার্টিতে আমির খান ও কিরণ রাও একসঙ্গে হাজির হয়েছিলেন। পাপারাৎজিদের উদ্দেশে একইসঙ্গে পোজও দিলেন তিনি। টি-শার্ট, জ্যাকেট ও ডেনিমে ফ্যাশন স্টেটমেন্ট তৈরি করেন আমির। অন্যদিকে চকচকে রুপোলি ড্রেসে এলেন কিরণ। বিচ্ছেদের কথা ঘোষণা করার পর থেকে আমির খান ও কিরণ রাওকে একসঙ্গে প্রকাশ্যে বিশেষ দেখা যায়নি। তবে এদিন তাঁরা পার্টিতে পৌঁছলেন একইসঙ্গে। ২০২১ সালের জুলাই মাসে জয়েন্ট স্টেটমেন্ট দিয়ে বিচ্ছেদের কথা ঘোষণা করেন আমির খান ও কিরণ রাও। ২০০৫ সালের ২৮ ডিসেম্বর, বিয়ে করেন কিরণ ও আমির। ২০১১ সালের সারোগেসির মাধ্যমে তাঁদের প্রথম সন্তান আজাদের জন্ম হয়। এর আগে আমির বিয়ে করেন রিনা দত্তকে। ২০০২ সালে তাঁদের বিচ্ছেদ হয়। তাঁদের এক ছেলে ও এক মেয়ে আছে।