Shah Rukh Khan: কার জন্য নিজের হাতে পিৎজা বানালেন শাহরুখ ?
Shah Rukh Khan: কিং খানকে ভালবাসেন যারা,এমন স্বপ্ন সব ভক্তরাই দেখে। তবে বলিউড বাদসা নিজেই যদি ভক্তের জন্য পিৎজা বানিয়ে খাওয়ান, তাহলে যে কেউ আবেগে ভাসবেন।
![Shah Rukh Khan: কার জন্য নিজের হাতে পিৎজা বানালেন শাহরুখ ? Shah Rukh Khan turns chef for model Navpreet Kaul baked pizza for her at Mannat Shah Rukh Khan: কার জন্য নিজের হাতে পিৎজা বানালেন শাহরুখ ?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/24/a802b8ba69a39f4d9b782fae506d414e1682332533433484_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: এমন স্বপ্ন সব ভক্তরাই দেখে। কিং খানকে ভালবাসেন যারা, তারা আর কিছু হোক না হোক, তার সঙ্গে অন্তত একটা ছবি তুলতে চান। তবে সমীক্ষা বলছে,তালিকায় মহিলা ভক্তরাই বেশি। রোমান্টিজমের এমন রাজা যদি হয় এতটাই আবার পারিবারিক, তাহলে বলাই বাহুল্য, তাঁর সঙ্গে কেই না ছবি তুলতে চায়। তবে শুধু ছবি নয়, যদিও বলিউড বাদসা নিজেই যদি ভক্তের জন্য পিৎজা বানিয়ে খাওয়ান, তাহলে নির্ঘাত আবেগে ভেসে যাবেন না, এমন শাহরুখ অনুরাগী খুব কমই আছেন। আর এবার সেই স্বপ্নপূরণ হল, বলা ভাল দিগন্ত ছুঁয়ে গেলেন মডেল নবপ্রীত কৌর। আজ্ঞে হ্যাঁ, নিজের হাতে ওই মডেলের জন্য পিৎজা বানালেন শাহরুখ খান।
Shah Rukh Khan turns chef for model Navpreet Kaur, bakes pizza for her at Mannat
— ANI Digital (@ani_digital) April 23, 2023
Read @ANI Story | https://t.co/dcWBIcMEMf#ShahRukhKhan #SRK #NavpreetKaur #Pizza pic.twitter.com/OEEGh2Gdex
শাহরুখ তাঁঁকে নিজের হাতে পিৎজা বানিয়ে খাইয়েছেন
নবপ্রীত কৌর জানিয়েছেন, শাহরুখের সঙ্গে দেখা হওয়া তাঁর স্বপ্নপূরণের মতো। এটা তার জীবনের অন্যতম একটা সেরা দিন হয়ে থাকবে। মন্নতের পরিবেশ থেকে শাহরুখের পরিবারের সকলের সঙ্গে , কীভাবে সময় কাটিয়েছেন, পুরোটাই শেয়ার করেছেন সোশ্যালে এই শাহরুখ অনুরাগী।তিনি জানিয়েছেন, শাহরুখ তাঁঁকে নিজের হাতে পিৎজা বানিয়ে খাইয়েছেন। শুধু এখানেই শেষ নয়, টিস্যু পেপারে কিং খান তাঁকে অটোগ্রাফও দেন। তিনি তার ইন্সটা পোস্টে পুরো পরিবার সম্বন্ধে বলেন। পাশাপাশি তিনি আরও জানান, এই স্মৃতি তিনি আগলে রাখতে চান।
View this post on Instagram
আরও পড়ুন, 'বদলাপুর' থেকে 'অক্টোবর', পাঁচ ছবি যেখানে নিজেকে ভেঙে ফের গড়েছেন বরুণ
'আমি নিজেকে কথা দিয়েছিলাম যে, এই ছবিগুলি কখনই পোস্ট করব না..'
তিনি তার সোশ্যাল পোস্টে লিখেছেন, 'আমি নিজেকে কথা দিয়েছিলাম যে, এই ছবিগুলি কখনই পোস্ট করব না। কিন্তু এই স্মৃতি আমার কাছে এত মূল্যবান যে, শেয়ার না করে পারলাম না। মনে হল মন্নতে গিয়ে জীবনের সবচেয়ে সেরা দিন কাটিয়েছি।কিং খান নিজে আমার জন্য পিৎজা বানিয়েছেন, যতক্ষণ আমি তার বাড়িতে ছিলাম, আমার শুধু মনে হচ্ছিল, আমি যেনও স্বপ্ন দেখছি।কেউ হয়তো এসে জাগিয়ে দেবে এখনই। বাইরে থেকে আমি নিজেকে শান্ত করার চেষ্টা করে যাচ্ছিলাম। কিন্তু মনের ভিতরে খুশির বন্যা বইছিল।'
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)