এক্সপ্লোর
Advertisement
সন্তানরা তাড়াতাড়ি ‘বড়’ হয়ে যাক, চান না শাহরুখ, বাবার মৃত্যুবার্ষিকীতে জানালেন শাহরুখ
মুম্বই: ধর্মেন্দ্রর হাত ধরে বলিউডে পা রেখেছিলেন ছেলে সানি দেওল। রাকেশ রোশন সিনেমায় এনেছিলেন তাঁর ছেলে হৃত্বিক রোশনকে। এভাবেই বলিউডের বাদশা শাহরুখ খানও তাঁর মেয়ে ও ছেলে সুহানা ও আরয়ানকে সাড়ম্বরে সিনেমায় আনবেন বলে জোর জল্পনা চলছে। কিন্তু শাহরুখের কাছে ছেলে-মেয়েকে সিনেমায় নামানোটা অগ্রাধিকার নয়। তিনি তাঁর সন্তানদের শৈশব যতটা সম্ভব দীর্ঘায়িত করতে চান।
আজ শাহরুখের বাবার মৃত্যুবার্ষিকী। এই দিনটিতে ট্যুইটারে বাবার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন কিং খান। আসলে বাবার কাছ থেকে পাওয়া শিক্ষার কথাই জানিয়েছেন শাহরুখ। সেই শিক্ষা ছেলে-মেয়েদের বড় করে তোলার শিক্ষা। তিনি লিখেছেন, বাবার মতোই আমারও কর্তব্য সন্তানদের বড় হয়ে ওঠাটা যতটা সম্ভব পিছিয়ে দেওয়া। তাদের শৈশবের নিষ্পাপ ভাবটা বজায় রাখা।
শাহরুখ তাঁর বাবা-মায়ের খুব কাছের ছিলেন। ছেলের এই চূড়ান্ত সাফল্য দেখে যেতে পারেননি তাঁর বাবা-মা। এ কথা বলতে গিয়ে অনেকবারই আবেগাপ্লুত হয়ে পড়েছেন শাহরুখ। এখন তিন সন্তানের পিতা শাহরুখ। তাঁর জীবন আবর্তিত হয় সুহানা, আরয়ানও আব্রামকে ঘিরে। শাহরুখের সোশ্যাল মিডিয়া পেজ জুড়ে রয়েছে তাঁর সন্তানদের ছবি।19Sept. Like my dad(RIP),my only duty 2 my kids is 2 delay the onset of their adulthood as much as possible.Retain purity of their childhood
— Shah Rukh Khan (@iamsrk) September 18, 2017
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
জেলার
খবর
Advertisement