Shah Rukh- Salman: এপ্রিলে 'টাইগার ৩'-র শ্যুটিং করবেন শাহরুখ, দেখা যেতে পারে ঋত্বিককেও?
Shah Rukh- Salman on Tiger 3: 'টাইগার ৩' তে ক্যামিও চরিত্রে উপস্থিত থাকতে পারেন শাহরুখ। এই স্পাই ইউনিভার্সে উপস্থিত থাকতে পারেন হৃতিক রোশন। সূত্রের খবর, 'টাইগার ৩'-তে শাহরুখ ও সলমন তো থাকবেনই
কলকাতা: ট্রেনে শাহরুখ খান (Shah Rukh Khan) আর সলমন খান (Salman Khan)-এর অ্যাকশন সিকোয়েন্সের দৃশ্য দেখে প্রেক্ষাগৃহে বসে শিহরিত হয়েছিলেন অনেকেই। এক ছবিতে দুই মহাতারকা থাকলে, যার জনপ্রিয়তা যে ছুঁয়ে যেতে পারে কত মানুষকে, সেই প্রমাণ দেখিয়েছিল 'পাঠান' (Pathaan)। সূত্রের খবর, এই স্পাইভার্সে আগামী ছবিতে দেখা যাবে ঋত্বিক রোশন (Hrittick Roshan)-কেও!
'টাইগার ৩' (Tiger 3) তে ক্যামিও চরিত্রে উপস্থিত থাকতে পারেন শাহরুখ। সূত্রের খবর, এই স্পাই ইউনিভার্সে উপস্থিত থাকতে পারেন হৃতিক রোশন। সূত্রের খবর, 'টাইগার ৩'-তে শাহরুখ ও সলমন তো থাকবেনই। থিয়েটারে দুই তারকার উপস্থিতি উপভোগ করতে পারবেন দর্শকেরা। প্রত্যেক তারকারই আলাদা আলাদা আবেগ রয়েছে, তাদের নিয়ে মানুষের আলাদা অনুভূতিও রয়েছে। দর্শকেরা পর্দায় ফের উপভোগ করতে পারবেন শাহরুখ সলমনের যুগলবন্দি।'
অনুরাগীদের আশা, শাহরুখ সলমনের পাশে দেখা যাবে ঋত্বিক রোশনকেও। অনেকেই সোশ্যাল মিডিয়ায় দাবিও জানিয়েছেন, তবে এই নিয়ে এখনও পাকা খবর পাওয়া যায়নি। সূত্রের খবর, এপ্রিল মাসের শেষের দিকে 'টাইগার ৩'-র জন্য মুম্বইতে ৭ দিন শ্যুটিং করবেন শাহরুখ। এর আগে 'ওয়ার' ও 'কবীর' সিনেমায় অ্যাকশন সিকোয়েন্সে নজর কেড়েছেন ঋত্বিক। তাই দর্শকদের আশা, শাহরুখ ও সলমনের সঙ্গে ঋত্বিক যোগ দিলে, সেই ছবি উপভোগ্য হবে অনেকটাই।
আরও পড়ুন: After Pathaan And Tiger, Hrithik Roshan Might Soon Join The 'Super-Spies Cross Over'
সূত্রের খবর, 'পাঠান' ছবিতে শাহরুখ ও সলমনকে একসঙ্গে দেখার পর থেকে দর্শকদের আকাশ ছোঁয়া প্রত্যাশা রয়েছে। সেই কথাকে মাথায় রেখেই দর্শকদের এই জুটির নতুন দৃশ্য উপহার দেবে টাইগার ৩'।
View this post on Instagram