New Short Film: শান্তিলাল মুখোপাধ্যায়ের বাড়ির বেসমেন্টে মিলল 'চিত্রগ্রাহকদের লাশ'? আসছে 'প্রতিবিম্ব'
Shantilal Mukherjee Movie: খাস উত্তর কলকাতার বুকে এইরকম ঘটনা সমস্ত সাধারণ মানুষকে শিহরিত করে তুলেছে। আপনি যদি পেশায় চিত্রগ্রাহক হন, তাহলে আপনাকে সতর্ক থাকতেই হবে!
কলকাতা: একটি ঠিকানা। ৩২, শোভাবাজার স্ট্রিট। সকলেই এই ঠিকানার থেকে সাবধান হন। কিন্তু কেন? কী রয়েছে ওই বাড়িতে? কী বলছেন অভিনেতা শান্তিলাল মুখোপাধ্যায় (Shantilal Mukherjee)?
কলকাতার এক বিশেষ ঠিকানা থেকে সাবধান! কেন?
কলকাতার এই ঠিকানা থেকে সবাই সাবধান। '৩২, শোভাবাজার স্ট্রীট, কোলকাতা -০৪'। এই ঠিকানার কথা শুনেছেন? যদি না শুনে থাকেন তাহলে আগেভাগেই সাবধান হয়ে যান এই ঠিকানাটির থেকে। শোনা যায় এই ঠিকানায় শুভময় চক্রবর্তী বলে একজন ভদ্রলোক থাকেন তার স্ত্রীকে সঙ্গে নিয়ে। বয়স ৬০-এর খানিক বেশি। কিন্তু, আসল ঘটনা একটু রহস্যজনক। শোনা যায়, প্রতি বছর কোনও এক নির্দিষ্ট দিনে শুভময়বাবু একজন করে চিত্রগ্রাহককে নিজের বাড়িতে ডাকতেন কোনও অনুষ্ঠানের কারণে। কিন্তু, সেই চিত্রগ্রাহকরা সেখানে গেলেও তারা আর কোনওদিন সেখান থেকে ফিরে আসেনি। কিছু মানুষের সঙ্গে কথা বলে জানা যায়, শুভময় চক্রবর্তী সেই সমস্ত চিত্রগ্রাহকদের নাকি খুন করে নিজের বাড়িরই বেসমেন্টে সমস্ত লাশ লুকিয়ে রেখেছে।
ভয় পেয়ে গেলেন? ভয় পাওয়ারই কথা। খাস উত্তর কলকাতার বুকে এইরকম ঘটনা সমস্ত সাধারণ মানুষকে শিহরিত করে তুলেছে। আপনি যদি পেশায় চিত্রগ্রাহক হন, তাহলে আপনাকে সতর্ক থাকতেই হবে।
তবে বেশি ভয় পাবেন না। এটি একটি ছবির গল্প। এই ধরনের গল্পকে কেন্দ্র করেই স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্র (short film) আসতে চলেছে। সৌম্য চক্রবর্তীর পরিচালনায়, সন্তোষ কুমার শর্মা প্রযোজিত ছবির নাম 'প্রতিবিম্ব' (Protibimbo)। ছবিতে শুভময় চক্রবর্তীর চরিত্রে শান্তিলাল মুখোপাধ্যায়কে দেখা যাবে এবং চিত্রগ্রাহক ত্রয়ীর চরিত্রে অভিনয় করেছেন মণীষা তালুকদার। এছাড়াও ছবিতে রয়েছে একটি সুন্দর প্রেমের গান, তৈরি করেছে 'RnD The Musical Hub'। আবহ সঙ্গীত পরিচালনা করেছেন রাহুল মজুমদার। অতিরিক্ত ভালবাসা বা মোহ থেকে কীভাবে জন্ম হয় একজন মানসিকভাবে বিকৃত খুনির। এই ছবিতে সেই গল্পই দেখবেন দর্শক। চিত্রগ্রাহকের সঙ্গে সাইকোকিলারের যোগসূত্র ঠিক কী তা জানা যাবে এই ছবিটি দেখলে।
আসন্ন ছবি ও নিজের চরিত্র প্রসঙ্গ শান্তিলাল মুখোপাধ্যায় বলেন, 'ছবির গল্প বেশ ভাল লেগেছে। আশা করি দর্শকরাও উপভোগ করবেন। আমরা যে বাড়িতে শ্যুটিং করছিলাম তার পাশের একটি বাড়ি ভাঙা হচ্ছিল। আর আমরা স্বামী স্ত্রীর সম্পর্ক ফুটিয়ে তুলছিলাম, যেটা কোনওদিন ভুলব না।'
আরও পড়ুন: Ideas Of India 3.0: 'বাহুবলী'র হাত ধরে দেশজোড়া খ্যাতি লাভ, কীসে ভয় পান তমন্না ভাটিয়া?
ছবির টিজার এবং গান ইতিমধ্যেই মুক্তি পেয়েছে। দর্শকের প্রতিক্রিয়া ভালই। ছবির পরিচালক সৌম্য চক্রবর্তী বলেন, 'আমি বরাবর থ্রিলার বিষয়টা পছন্দ করি। আমি যে গল্প ভাবি তার মধ্যে একটা ডার্ক থ্রিলার চলে আসে। সেটা একদমই ইচ্ছাকৃত নয়। 'প্রতিবিম্ব' ছবির গল্পটাও সেভাবেই তৈরি। আশা করি দর্শকেরও পছন্দ হবে।'
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।