আর্থিক সংকটের সম্মুখীন হয়েছিলেন, তোতলামির সমস্যা ছিল শরদ কেলকরের!
হিন্দি ছোটপর্দার পরিচিতি এই মুখ এখন ব্যস্ত বলিউডে নিজের জায়গা পাকা করতে। কিন্তু সহজ ছিল না শরদের যাত্রাপথ। আর্থিক সংকট থেকে শুরু করে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়েছিল তাঁকে।
কলকাতা: এক ধাক্কায় তাঁকে খ্যাতি এনে দিয়েছে ওয়েব সিরিজ 'ফ্যামিলি ম্যান'। সামনেই মুক্তি পাচ্ছে অজয় দেবগণের 'ভুজ'। সেখানেও গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করছেন তিনি। শরদ কেলকর। হিন্দি ছোটপর্দার পরিচিতি এই মুখ এখন ব্যস্ত বলিউডে নিজের জায়গা পাকা করতে। কিন্তু সহজ ছিল না শরদের যাত্রাপথ। আর্থিক সংকট থেকে শুরু করে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়েছিল তাঁকে।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে শরদ জানান, তাঁর জীবনে এমন একটা সময় গিয়েছে, যখন তাঁর ক্রেডিট কার্ডে টাকা থাকত না। এমনকি ব্যাঙ্কের টাকাও প্রায় ফুরিয়ে এসেছিল। শরদ বলছেন, 'ঋণ শোধ করবার মত অর্থও ছিল না আমার কাছে। ক্রেডিট কার্ড ব্যবহার করতে গেলে দেখাত তা ক্রেডিট লিমিটের বাইরে।'
অভিনয়ে আসার আগে একজন জিম ট্রেনার ছিলেন শরদ। ছোটবেলা থেকেই তোতলামির সমস্যা ছিল তাঁর। তাঁর সহপাঠী ও বন্ধুরা এই বিষয়টি নিয়ে মজা করতেন তাঁর সঙ্গে। মানসিকভাবে আঘাত পেলেও ভেঙে পড়েননি শরদ। নিজের চেষ্টায় সমস্ত প্রতিবন্ধকতা কাটিয়ে উঠেছিলেন তিনি। আর তারপর? 'বাহুবলী' ছবির হিন্দি ডাবিং-এ প্রভাস নয়, শোনা গিয়েছিল এই শরদের গলাই। শরদ বলছেন, 'আমার তোতলামির সমস্যা ছিল কিন্তু এমনই একটা পেশাকে বেছেছিলাম, যেখানে আমায় কন্ঠস্বর নিয়ে খেলা করতেই হবে।'
'বৈরি পিয়া', 'সিন্দুর তেরে নাম কা', 'বড়ে আচ্ছে লাগতে হ্যায়'-এর মত জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন শরদ। শুধু ছোটপর্দা নয়, এর আগে রুপোলি পর্দায় 'রকি হ্যান্ডসাম', 'রাম লীলা' ও 'লক্ষী'-র মত ছবিতে দেখা গিয়েছে তাঁকে। 'ভুজ' ছবিতে অজয় দেবগণ ও শরদ কেলকর ছাড়াও রয়েছেন নোরা ফতেহি, সঞ্জয় দত্ত ও সোনাক্ষী সিংহ। আজই ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পাচ্ছে 'ভুজ দ্য প্রাইড অফ ইন্ডিয়া'। লেখার পাশাপাশি 'ভুজ দ্য প্রাইড অফ ইন্ডিয়া' ছবিটি পরিচালনা করেছেন অভিষের দুধাইয়া। এই ছবিটি ইন্ডিয়ান এয়ারফোর্সের স্কোয়াড্রন লিডার বিজয় করনিকের জীবনের বাস্তব ঘটনা অবলম্বনে তৈরি হয়েছে।