Sharmila Tagore: হেলিকপ্টার থেকে নৌকায় ঝাঁপ শাম্মি কপূরের, চমকে উঠেছিলেন শর্মিলা
Shammi Kapoor: সম্প্রতি কপিল শর্মার শোয়ে এসেছিলেন শর্মিলা। সেখানে রুপোলি জগতে তাঁর কেরিয়ারের নানা ঘটনার গল্প উঠে আসে।
![Sharmila Tagore: হেলিকপ্টার থেকে নৌকায় ঝাঁপ শাম্মি কপূরের, চমকে উঠেছিলেন শর্মিলা Sharmila Tagore recalls how Shammi Kapoor did innovative acts during An Evening In Paris movie in Kapil Sharma Show Sharmila Tagore: হেলিকপ্টার থেকে নৌকায় ঝাঁপ শাম্মি কপূরের, চমকে উঠেছিলেন শর্মিলা](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/10/3d31a3e895a50837ee69338532ed8859170487273747349_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: রাজেশ খন্না থেকে শুরু করে ধর্মেন্দ্র, কেরিয়ারে একাধিক মহাতারকার সঙ্গে পর্দায় জুটি বেঁধেছেন তিনি। তবে শাম্মি কপূরের সঙ্গে সিনেমা করতে গিয়ে যেন সবচেয়ে রোমাঞ্চকর অভিজ্ঞতা হয়েছিল শর্মিলা ঠাকুরের (Sharmila Tagore)।
কেন?
সম্প্রতি কপিল শর্মার (Kapil Sharma) শোয়ে এসেছিলেন শর্মিলা। সেখানে রুপোলি জগতে তাঁর কেরিয়ারের নানা ঘটনার গল্প উঠে আসে। টয় ট্রেনে চেপে জানালার ধারে বই পড়তে পড়তে তাঁর সফর আর পাহাড়ের খাদের ধার ঘেঁষে জিপে সওয়ার রাজেশ খন্নার কণ্ঠে সেই অমর সঙ্গীত, ‘মেরি স্বপ্নো কী রানি কব আয়েগি তু?’ সেই প্রসঙ্গও তোলেন সঞ্চালক কপিল।
তবে শর্মিলা জানান, শাম্মি কপূরের (Shammi Kapoor) সঙ্গে কাজ করাটা অনেক বেশি চ্যালেঞ্জিং ছিল। এবং সেই প্রসঙ্গে বলতে গিয়েই সুপারহিট ‘ইভনিং ইন প্যারিস’ সিনেমার শ্যুটিংয়ের গল্প শুরু করেন নবাব পটৌডির ঘরনি।
শর্মিলা বলেন, ‘শাম্মি কপূর চিত্রনাট্যের বাইরে গিয়েও অনেক কিছু করতেন। ইভনিং ইন প্যারিস সিনেমার একটা দৃশ্য ছিল। আমি স্কি বোটিং করছি। আর হেলিকপ্টার থেকে ঝুলছেন শাম্মি কপূর। তারপরই আচমকা হেলিকপ্টারে ঝুলন্ত অবস্থায় নৌকায় ঝাঁপ মারেন শাম্মি। চিত্রনাট্যে মোটেও এরকম কিছু ছিল না। কোনও রিহার্সাল ছিল না, কোনও নির্দেশ ছিল না। সকলে চমকে উঠেছিলাম। শাম্মিজী এরকমই ছিলেন।’ পেশাদার স্টান্টম্যান যা করতে ভয় পেতেন, শাম্মিজী করে দিতেন নির্দ্বিধায়।
মনসুর আলি খান পটৌডির সঙ্গে তাঁর বিয়ে রূপকথার মতো। সঞ্চালক কপিল জানতে চান, ‘আপনি কি ক্রিকেটের ভক্ত ছিলেন না নবাব পটৌডির?’ শর্মিলা বলেন, ‘না, ক্রিকেটের ভক্ত ছিলাম। আমার বাবা-মাও ক্রিকেট ভালবাসতেন। কলকাতায় সকলে খেলাধুলো নিয়ে পাগল। তবে ক্রিকেটারদের নিয়েও উন্মাদনা ছিল। সেই বয়সে আমিও সকলের সঙ্গে সারি দিয়ে দাঁড়িয়ে ক্রিকেটারদের জন্য গলা ফাটাতাম।’
তবে পটৌডি নন, শর্মিলা ছিলেন এম এল জয়সীমার ভক্ত। সেই সময় স্টাইলিশ জয়সীমা নারী হৃদয়ে ঝড় তুলতেন। শর্মিলা বলেছেন, ‘পটৌডি তখন সদ্য ইংল্যান্ড থেকে ফিরেছেন। ওঁর ইংরেজি উচ্চারণ বুঝতেই পারতাম না। কারণ সেটা শুধু ইংরেজি উচ্চারণ নয়, একেবারে ব্রিটিশ কায়দায়।’ মজা করে শর্মিলা বলেছেন, ‘ওঁর জোকস শুনে উনি নিজেই হাসতেন। কারণ, আমরা কেউ বুঝতেই পারতাম না।’ যোগ করেছেন, ‘আমার সন্তানেরা শুনলে আমাকে মেরে ফেলবে। বলবে, কপিল শর্মার শোয়ে গিয়ে এসব কী বলেছে। তবে আমাদের প্রেম ঠিক প্রথম দর্শনেই ছিল না। আমরা একে অপরকে ভালবেসেছিলাম।’
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)