Shehnaaz Gill: এই 'খান'-এর হাত ধরে বলিউডে ডেবিউ করবেন শেহনাজ গিল
'বিগ বস'-এর ঘর থেকে জনপ্রিয়তা পেতে শুরু করেন বলিউড অভিনেত্রী শেহনাজ গিল (Shehnaaz Gill)। এছাড়াও প্রয়াত অভিনেতা সিদ্ধার্থ শুক্লর সঙ্গে তাঁর সম্পর্কের রসায়ন দর্শকদের কাছে তাঁকে আরও জনপ্রিয় করে তোলে।

মুম্বই: ছোট পর্দা দিয়ে শুরু। বড় পর্দাতেও অভিনয় করেছেন। কিন্তু তা পঞ্জাবি ছবিতে। সেই অর্থে বলিউডে এখনও পর্যন্ত ডেবিউ হয়নি অভিনেত্রী শেহনাজ গিলের (Shehnaaz Gill)। এবার এক 'খান'-এর হাত ধরে বলিউডে পা রাখতে চলেছেন তিনি।
শেহনাজ গিলের বলিউডে আত্মপ্রকাশ-
'বিগ বস'-এর ঘর থেকে জনপ্রিয়তা পেতে শুরু করেন বলিউড অভিনেত্রী শেহনাজ গিল। এছাড়াও প্রয়াত অভিনেতা সিদ্ধার্থ শুক্লর সঙ্গে তাঁর সম্পর্কের রসায়ন দর্শকদের কাছে তাঁকে আরও জনপ্রিয় করে তোলে। এবার বলিউডে আত্মপ্রকাশ করতে চলেছেন তিনি। তাও সলমন খানের ছবি দিয়ে। জানা গিয়েছে, সলমন খানের (Salman Khan) আগামী ছবি 'কভি ইদ কভি দিওয়ালি' (Kabhi Eid Kabhi Diwali) ছবিতে দেখা যাবে শেহনাজ গিলকে। তাঁর বিপরীতে অভিনয় করবেন আয়ুষ শর্মা। যদিও এখনও পর্যন্ত কোনও পক্ষের থেকেই অফিশিয়ালি এই খবর ঘোষণা করা হয়নি। বিভিন্ন সূত্র অনুযায়ী জানা গিয়েছে, আগে 'কভি ইদ কভি দিওয়ালি' ছবিতে আয়ুষ শর্মার বিপরীতে অভিনয় করার কথা ছিল পূজা হেগড়ের। সম্প্রতি তা বদল হয়েছে। পূজা হেগড়ের পরিবর্তে দেখা যাবে শেহনাজ গিলকে। অভিনেত্রীকে শেষবার পর্দায় দেখা যায় সুপারহিট পঞ্জাবি ছবি 'হসলা রাখ'-এ।
আরও পড়ুন - Laal Singh Chaddha First Song: প্রকাশ্যে আমির-করিনার 'লাল সিং চাড্ডা' ছবির গান 'কাহানি'
সম্প্রতি নিজের জন্মস্থানে গিয়েছিলেন অভিনেত্রী শেহনাজ গিল। সেখানে বয়স্ক মহিলাদের সঙ্গে গিড্ডা নাচতে দেখা গেল তাঁকে। লোকগীতিও গান এই অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও আপলোড করেছেন শেহনাজ। ২১ লক্ষেরও বেশি সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী তাঁর এই ভিডিও লাইক করেছেন। ২৭ হাজারেরও বেশি মন্তব্য দেখা যাচ্ছে। ভিডিওতে দেখা যাচ্ছে, গোলাপি সালোয়ার-কামিজ পরা শেহনাজ বয়স্ক মহিলাদের নাচে নেতৃত্ব দিচ্ছেন। তাঁর ভাই শেহবাজ বাদশাকেও দেখা যায়। পঞ্জাবে জন্ম শেহনাজের। সেখানেই বড় হয়ে উঠেছেন তিনি। নিজের জায়গায় ফিরে গিয়ে তিনি আনন্দে ছিলেন।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
