টুইটার ট্রেন্ডিংয়ে শেহনাজ গিল! কেন? আবার কী হল অভিনেত্রীর?
সিদ্ধার্থ শুক্ল চলে যাওয়ার পর তিনি যে কতটা ভেঙে পড়েছিলেন, বহু ছবি এবং ভিডিওর মাধ্যমে আমরা তা দেখেছি। কিন্তু আজ আচমকা টুইটারে কেন ট্রেন্ডিং হলেন শেহনাজ গিল?
মুম্বই : অভিনেতা সিদ্ধার্থ শুক্ল-র (Sidharth Shukla) অকালমৃত্যু হয়েছে বেশ কিছুদিন হয়ে গেল। তাঁর অনুরাগীদের মতো এখনও চোখের জল শুকোয়নি অভিনেতার বান্ধবী শেহনাজ গিলের। সিদ্ধার্থ শুক্ল চলে যাওয়ার পর তিনি যে কতটা ভেঙে পড়েছিলেন, বহু ছবি এবং ভিডিওর মাধ্যমে আমরা তা দেখেছি। কিন্তু আজ আচমকা টুইটারে কেন ট্রেন্ডিং হলেন শেহনাজ গিল (Shehnaaz Gill)?
আরও পড়ুন - প্রায় সাড়ে পাঁচ কোটি টাকার প্রতারণার শিকার কমেডিয়ান কপিল শর্মা, গ্রেফতার অভিযুক্ত
পাঞ্জাবি গায়ক এবং অভিনেতা দিলজিত দোসাঞ্জ সম্প্রতি নিজের আগামী ছবি 'হসলা রাখ'-র পোস্টার শেয়ার করেছেন অনুরাগীদের সঙ্গে। যে ছবিতে দিলজিত দোসাঞ্জ ছাড়াও অভিনয় করেছেন শেহনাজ গিল এবং সোনম বাজওয়া। দুই অভিনেত্রীর সঙ্গে দেওয়া ছবির পোস্টার মুক্তির পরই টুইটারে ট্রেন্ডিং হয়ে ওঠেন শেহনাজ গিল। প্রসঙ্গত, এই ছবি দিয়েই প্রযোজন হিসেবে ডেবিউ করতে চলেছেন দিলজিত দোসাঞ্জ।
'হসলা রাখ' ছবির মজাদার পোস্টারে অভিনেতা দিলজিত দোসাঞ্জকে দেখা যাচ্ছে এক হাতে একটি শিশুকে ও অন্য হাতে দুধের বোতল নিয়ে তা থেকে দুধ খেতে। অভিনেতার দুপাশে হাসি মুখে দাঁড়িয়ে রয়েছেন ছবির দুই অভিনেত্রী শেহনাজ গিল এবং সোনম বাজওয়া। মজাদার এই পোস্টার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা মাত্রই তা ভাইরাল হয়ে গিয়েছে। শুধু তাই নয়, অনুরাগীরাও লাইক এবং কমেন্ট করে ভরিয়ে দিয়েছেন। ছবির পোস্টার মুক্তির দিনই অভিনেতা দিলজিত দোসাঞ্জ জানালেন যে, আগামী ২৭ সেপ্টেম্বর দুপুর একটায় মুক্তি পেতে চলেছে 'হসলা রাখ' ছবির ট্রেলারও। পাশাপাশি জানা যাচ্ছে যে আগামী ১৫ অক্টোবর সিনেমাহলে মুক্তি পেতে চলেছে এই ছবি।
আরও পড়ুন - 'মানিকে মাগে হিথে'-র ভোজপুরি ভার্সন শুনেছেন?
সিদ্ধার্থ শুক্ল চলে যাওয়ার পর নতুন করে অভিনয়ে মন দিয়েছেন শেহনাজ গিল। অভিনেত্রীর ছবি মুক্তির খবর পেয়ে এবং পোস্টার দেখে যারপরনাই খুশি তাঁর অনুরাগীরা।