Shiboprosad Mukherjee: সামনের বছরের সবচেয়ে বড় চমক! কী ঘোষণা করলেন পরিচালক-অভিনেতা শিবপ্রসাদ?
Bengali Movie News: শিবপ্রসাদ-নন্দিতার পরিচালিত ছবিতে অভিনেতা বাছাইয়ে বরাবরই চমক থাকে ।

কলকাতা: একটা সময় বলিউড থেকে টলিউড - তাঁর ছিল অবাধ বিচরণ । সঞ্জীব কুমার, কমল হাসান, নানা পটেকরদের সঙ্গে হিন্দি সিনেমায় কাজ করেছেন । আবার তপন সিনহার মতো পরিচালকের নির্দেশনায়, কিংবদন্তি সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে বাংলা ছবিতে অভিনয় করেছেন ।
দীর্ঘ বিরতির পর সেই অর্জুন চক্রবর্তী ফিরতে চলেছেন বড় পর্দায় । পরিচালক, অভিনেতা শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের হাত ধরে । বর্ষবরণের উৎসবে মেতে উঠতে যখন তৈরি হচ্ছে গোটা শহর, তখন বাঙালি সিনেপ্রেমীদের বড় চমক দিলেন শিবপ্রসাদ ।
সোমবার নিজের সোশ্যাল মিডিয়ায় শিবপ্রসাদ তাঁর সঙ্গে অর্জুনের একটি ছবি পোস্ট করেন । সঙ্গে লেখেন, '১৯৯৬ সালে "ঘুম নেই" বলে একটি সিরিয়ালে একসঙ্গে কাজ করেছিলাম । তারপর তিরিশ বছর বাদে আবার ২০২৬ এ একসঙ্গে কাজ করব । সামনের বছরের সবচেয়ে বড় চমক হবে আমার খুব প্রিয় মানুষ এবং অভিনেতা অর্জুন চক্রবর্তীর কামব্যাক । উইন্ডোজ এর সিনেমাতে বহু শিল্পী তাদের সেকেন্ড ইনিংস শুরু করেছেন । আমরা ধন্য অভিনেতা অর্জুন চক্রবর্তী আমাদের সঙ্গে কাজ করতে রাজি হয়েছেন বলে ।'
নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ছবি মানেই সেখানে বাংলা অভিনয় জগতের নতুন প্রজন্মের একাধিক বড় তারকাকে দেখা যায় । আবার পুরনো মুখদের, কিংবদন্তিদের ফের অভিনয়ে ফেরানোর নজিরও রয়েছে পরিচালকদ্বয়ের । তাঁদের ছবিতে থাকেন পুরনো প্রজন্মের প্রথম সারির অভিনেতা-অভিনেত্রীরাও । যে কম্বিনেশনকে জনতা জনার্দন পছন্দই করেছেন । যার প্রমাণ পাওয়া গিয়েছে তাঁদের ছবির সাফল্যে । রক্তবীজ সিনেমায় ভিক্টর বন্দ্যোপাধ্যায়, আমার বস ছবিতে রাখি গুলজার - এরকম উদাহরণ একাধিক । এবার নিজেদের প্রযোজনা সংস্থার আগামী ছবিতে অর্জুন চক্রবর্তীকে যে দেখা যাবে, আগাম তা ঘোষণা করে দিলেন শিবপ্রসাদ ।
শিবপ্রসাদ-নন্দিতার পরিচালিত ছবিতে অভিনেতা বাছাইয়ে বরাবরই চমক থাকে । কখনও তাঁরা স্বাতীলেখা সেনগুপ্ত-সৌমিত্র চট্টোপাধ্যায়ের রসায়ন গেঁথেছেন পর্দায়, তো কখনও ফিরিয়েছেন রাখি গুলজারকে । তাঁদের আগামী ছবিতে দেখা যাবে অর্জুন চক্রবর্তীকে । ছবির শ্যুটিং শুরু হওয়ার কথা আগামী বছর জানুয়ারি মাসেই ।
View this post on Instagram






















