Shiboprosad on Fatafati: 'ফাটাফাটি'-র জন্য শারীরিক ঝুঁকি নিয়েছে ঋতাভরী, বলছেন শিবপ্রসাদ
Shiboprosad on Fatafati: শিবপ্রসাদ বলছেন, 'উইন্ডোজ সবসময় চেয়েছে নতুন গল্প বলতে। এই গল্পটাও একেবারে অন্যরকম। আমি জানি সবে শ্যুটিং শুরু হয়েছে, তবুও ঋতাভরীকে ধন্যবাদ জানাব আমি'
কলকাতা: বেলেঘাটার একটা বাড়িতে শ্যুটিং চলছিল নতুন ছবি 'ফাটাফাটি'-র (Fatafati)। অরিত্র মুখোপাধ্যায় (Aritra Mukherjee) পরিচালনায় এই ছবিতে প্রথমবার জুটি বাঁধছেন ঋতাভরী চক্রবর্তী (Ritabhori Chakraborty) ও আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee)। ছবি প্রযোজনার দায়িত্বে রয়েছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboproshad Mukherjee) ও নন্দিতা রায় (Nandita Roy)। উইন্ডোজ-এর (Windows) তরফ থেকে ক্ল্যাপস্টিকের ছবি শেয়ার করে 'ফাটাফাটি'-র শ্যুটিং শুরু করার কথা জানানো হয়েছে।
'ফাটাফাটি'-র গল্পে শিবপ্রসাদ
নতুন ছবির শ্যুটিং শুরু হওয়ায় বেশ খুশি প্রযোজক শিবপ্রসাদ। এবিপি লাইভকে মোবাইল ফোনে বললেন, 'আজকের শ্যুটিংয়ে আমি যাইনি, পরশু থেকে যাব। ওদের এরপর চন্দননগর এমনকি শান্তিনিকেতনেও শ্যুটিং রয়েছে ওদের। আমার অরিত্র আর জিনিয়ার ওপর পুরো ভরসা রয়েছে। এর আগে দুটো ছবি বানিয়েছে অরিত্র। প্রথমটা মহিলা পুরোহিতের জীবন আর সংগ্রাম নিয়ে, 'ব্রহ্মা জানেন গোপন কম্মটি'। দ্বিতীয়টি সারোগেসি আর এক একা বাবার গল্প নিয়ে, 'বাবা, বেবি, ও।' এই ছবি দুটোই প্রথমে রুপোলি পর্দা, তারপর টেলিভিশন, ওটিটিতে ভালো ব্যবসা করেছে। এটা যেমন পরিচালকের পক্ষে ভালো, তেমনই প্রযোজকের পক্ষেও।'
আরও পড়ুন: ক্যামেরার সামনে আবির-ঋতাভরী জুটি, শ্যুটিং শুরু 'ফাটাফাটি'-র
তৃতীয় ছবির গল্পও বেশ অন্যরকম, বডি শেমিং নিয়ে। শিবপ্রসাদ বলছেন, 'উইন্ডোজ সবসময় চেয়েছে নতুন গল্প বলতে। এই গল্পটাও একেবারে অন্যরকম। আমি জানি সবে শ্যুটিং শুরু হয়েছে, তবুও ঋতাভরীকে ধন্যবাদ জানাব আমি। ও যে অধ্যাবসায় নিয়ে নিজের ওজন ধরে রেখেছে, তা অবশ্যই প্রশংসার যোগ্য। একজন মেয়ে, বিশেষত যিনি নায়িকা, তাঁর একবার ওজন বেড়ে গেলে অনেকরকম মুশকিল রয়েছে। ওজন বেড়ে গেলে তা কমানো বেশ মুশকিল। তা ছাড়া অনেকরকম শারীরিক সমস্যাও আসে পারে। কার্যত জীবনের জীবনের ঝুঁকি নিয়েছে ঋতাভরী।'
এখানেই থামলেন না শিবপ্রসাদ। বললেন, 'আমি আবিরকেও ধন্যবাদ জানাব। এতদিন আবির যে যে ছবিতে অভিনয় করেছে তার কেন্দ্রিয় চরিত্র ও-ই। কিন্তু এই ছবিতে কেন্দ্রীয় চরিত্র ঋতাভরী। এই গল্পটা একটা রোম্যান্টিক গল্প। ঋতাভরী আর আবিরের প্রেমের গল্প।'