Shilpa Shetty: বোন শমিতার সঙ্গে বিসর্জনে নাচ, প্রসাদ বিতরণ, উৎসবে আমেজে উচ্ছ্বল শিল্পা শেট্টি
Shilpa Shetty Update: বিসর্জনের গানের তালে পাও মেলালেন শিল্পা। তবে সদ্য সুস্থ হয়েছেন তিনি। সদ্য শ্যুটিং করতে গিয়ে পায়ের হাড় ভেঙে গিয়েছিল শিল্পার।

মুম্বই: বাড়িতে মহা সমারোহে গণেশপুজো, আর তারপর বিসর্জনেও জমিয়ে দিলেন অভিনেত্রী শিল্পা শেট্টি (Shilpa Shetty)। বিসর্জনের আগে নিজের হাতে আরতি সারলেন তিনি। সাদার ওপর ভরাট কাজের সারারা পরেছিলেন শিল্পা। সেই একই প্রিন্টের পোশাকে সেজেছিলেন স্বামী রাজ কুন্দ্রা (Raj Kundra) ও তাঁদের একরত্তি ছেলে। প্রসাদ বিতরণ, ভক্তিভরে প্রণাম, সবেতেই অগ্রণী শিল্পা।
বিসর্জনের গানের তালে পাও মেলালেন শিল্পা। তবে সদ্য সুস্থ হয়েছেন তিনি। সদ্য শ্যুটিং করতে গিয়ে পায়ের হাড় ভেঙে গিয়েছিল তাঁর। সুস্থ হলেও এখন বেশ সাবধানতা অবলম্বন করতে হচ্ছে তাঁকে। তাই বিসর্জনে নাচের সময় তাঁর পাশে ছিলেন বোন শমিতা শেট্টি (Shamita Shetty)। সব ভুলে দিদিকে নাচ করতে দেখেই তাঁকে ডেকে বারণ করলেন শমিতা, এগিয়ে দিলেন ওয়াকারও। দুই বোনের এই মিষ্টি সম্পর্কের সাক্ষী হয়ে রইল সোশ্যাল মিডিয়া। তবে বোন শমিতার সঙ্গে দু-একটা নাচের স্টেপে পা মেলাতে ছাড়লেন না শিল্পা।
View this post on Instagram
আজ সোশ্যাল মিডিয়া বিসর্জনের একটি ভিডিও শেয়ার করে নিয়েছেন শিল্পা। সেখানে দেখা গেল তাঁর বাড়ির পুজোর ঝলক। কুন্দ্রা পরিবারে বরাবরই মহা সমারোহে পালিত হয় গণেশ চতুর্থী।
সদ্য শ্যুটিং করতে গিয়ে পায়ের হাড় ভেঙে গিয়েছিল শিল্পার। বেশ কিছুদিন হুইল চেয়ারে করে হাঁটাচলা করতে হয়েছে তাঁকে। তবে ফিটনেস ফ্রিক শিল্পা হুইল চেয়ারে বসেও শরীরচর্চা করেছেন, এমনকি গিয়েছেন জিমেও! সোশ্যাল মিডিয়ায় সেই সমস্ত টুকরো ভিডিও শেয়ার করেও নিয়েছিলেন শিল্পা।
তবে গণেশ চতুর্থীর দিন ফের সমহিমায় শিল্পা। গোটা পরিবারের সঙ্গে ট্যুইনিং করে পোশাক পরেছিলেন তিনি। স্বামী রাজ কুন্দ্রা, ছেলে ও মেয়েকে নিয়ে গণেশ পুজোর মণ্ডপ থেকে ছবি শেয়ার করেছেন তিনি। আর আজ সোশ্যাল মিডিয়ায় একটি আরতির ভিডিও শেয়ার করে নিয়েছেন শিল্পা। বাড়ির পুজোয় চিরকালই খুব সক্রিয় থাকেন। বিভিন্ন আয়োজনও নিজে হাতে সারেন শিল্পা। সোশ্যাল মিডিয়ায় একটি মিষ্টি রিল ভিডিও শেয়ারও করে নিয়েছিলেন শিল্পা।
View this post on Instagram
আরও পড়ুন: Dev Usha Uthup: দেবের সঙ্গে নাচের তালে পা মেলালেন উষা উত্থুপ, বাজল, 'চুম্বক মন'






















