Chok Bhanga 6ta : জঙ্গল না স্বর্গোদ্যান, ভোটমুখি পশ্চিমবঙ্গে তরজায় জড়াল বিজেপি-তৃণমূল
ABP Ananda LIVE : জঙ্গল না স্বর্গোদ্যান, ভোটমুখি পশ্চিমবঙ্গে তরজায় জড়াল বিজেপি-তৃণমূল। সরাসরি মহাজঙ্গলরাজ বলে আক্রমণ শানিয়ে তৃণমূলকে উন্নয়ন বিরোধী, অনুপ্রবেশকারীদের মদতদাতা বলে আক্রমণ শানলেও মতুয়াদের কোনও বার্তা কিন্তু প্রধানমন্ত্রী দিলেন না। কিন্তু পাশের দেশ বাংলাদেশে যা চলছে এখন তা জঙ্গলরাজের থেকেও খারাপ, আলোচনা চলবে তা নিয়েও
আরও খবর...
কাটল জট, রাতে হাইকোর্টে যেতেই অনুষ্ঠানের অনুমতি পেল আরএসএস !
রাতে হাইকোর্টে যেতেই অনুষ্ঠানের অনুমতি পেল আরএসএস! আদালত ঘুরে আনতে হল আগামীকাল সায়েন্স সিটি অডিটোরিয়ামে আরএসএসের শতবর্ষ পূর্তি উপলক্ষে অনুষ্ঠানের অনুমতি পত্র। উদ্যোক্তাদের অভিযোগ, সময় মতো সব নিয়ম মেনে অনুষ্ঠানের জন্য কলকাতা পুলিশের কাছে আবেদন করা হলেও, NOC দিচ্ছিল না তাঁরা। এবিষয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতেই, কাটল জট।
All Shows






























