Shilpa Shetty Update: 'টুনকির তোমাকে প্রয়োজন', বাবার জন্মদিনে আবেগঘন শিল্পা শেট্টি
Shilpa Shetty Update: বাবার সঙ্গে দুই বোন। একটি পুরনো ছবি শেয়ার করে এদিন বাবাকে জন্মদিনে স্মরণ করেন শিল্পা শেট্টি। সঞ্জয় কপূর, নীলম কোঠারি, সিকন্দর খের, রাকেশ বাপাত প্রমুখ পোস্টে শ্রদ্ধা জানিয়েছেন।
![Shilpa Shetty Update: 'টুনকির তোমাকে প্রয়োজন', বাবার জন্মদিনে আবেগঘন শিল্পা শেট্টি Shilpa Shetty Pens Post On Father's Birth Anniversary, Shares Throwback Pictures Shilpa Shetty Update: 'টুনকির তোমাকে প্রয়োজন', বাবার জন্মদিনে আবেগঘন শিল্পা শেট্টি](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/12/22/a8d58db1b224d3b10f2d6c04b63da57f_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: বাবার জন্মদিনে এক আবেগঘন পোস্ট শেয়ার করলেন বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টি (Shilpa Shetty)। 'ধড়কন' অভিনেত্রী শিল্পা শেট্টির বাবা সুরেন্দ্র শেট্টির আজ জন্মদিন। একটি থ্রোব্যাক ছবি পোস্ট করেন অভিনেত্রী। সেখানে বাবার সঙ্গে বোন শমিতাকেও (Shamita Shetty) দেখা যায়। সঙ্গে লেখেন একটি মিষ্টি নোট। সেখানে উল্লেখ করেন যে শমিতার তাঁকে এখন বিশেষ প্রয়োজন কারণ তিনি 'বিগ বস'-এ (Bigg Boss 15) খেলছেন।
বাবার সঙ্গে দুই বোন। একটি পুরনো ছবি শেয়ার করে এদিন বাবাকে জন্মদিনে স্মরণ করেন শিল্পা শেট্টি। ক্যাপশনে লেখেন, 'শুভ জন্মদিন, ড্যাডি! আমরা জানি যে তুমি এখানে থেকে আমাদের রক্ষা করছ। সব সময়ে আগলে রেখেছ এবং সব কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে জিতিয়ে নিয়ে আসছ। টুনকির তোমাকে এখন প্রয়োজন, ড্যাডি... এবং আমি জানি তুমি ওর সঙ্গেই আছ। ভালবাসি... তোমার জন্য প্রার্থনা করি সবসময়।'
View this post on Instagram
সঞ্জয় কপূর, নীলম কোঠারি, সিকন্দর খের, রাকেশ বাপাত প্রমুখ একাধিক তারকা তাঁর পোস্টে কমেন্ট করে শ্রদ্ধা জানিয়েছেন।
View this post on Instagram
এদিন আরও একটি ভিডিও শেয়ার করেন শিল্পা। অর্জুন বিজলানির সঙ্গে বোন শমিতার জন্য চিয়ার করতে শোনা যায় শিল্পাকে। দু'জনেই শমিতাকে শুভেচ্ছা জানিয়েছেন।
আরও পড়ুন: SRK on Pathan Shoot: কিং খানের 'কামব্যাক', অনুরাগীদের উচ্ছ্বাসে সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং 'পাঠান'
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)