Shreya Ghoshal Son Birthday: খুদে দিব্যানের ১ বছর পূরণ, আবেগঘন পোস্ট শ্রেয়া ঘোষালের
Devyaan Birthday: ছবিগুলিতে জাতীয় পুরস্কার প্রাপ্ত গায়িকাকে দেখা গেল ছেলেকে কোলে নিয়ে। ছেলে দিব্যান ও স্বামী শিলাদিত্য মুখোপাধ্যায়ের সঙ্গে পোজ দিলেন তিনি। খুদে দিব্যানের মুখে চওড়া হাসি নজর কাড়া ছিল।
মুম্বই: পায়ে পায়ে ১ বছর পার। প্রথম জন্মদিন পালিত হল গায়িকা শ্রেয়া ঘোষালের (Shreya Ghoshal) একরত্তির। ছেলের প্রথম জন্মদিনে একগুচ্ছ ছবির সঙ্গে আবেগঘন পোস্ট করলেন গায়িকা।
খুদে দিব্যানের প্রথম জন্মদিন
রবিবার, ২২ মে, ১ বছর পূরণ করল ছোট্ট দিব্যান (Devyaan)। এদিন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে ছেলে ও বরের সঙ্গে বেশ কিছু 'ফ্যামিলি পিকচার' পোস্ট করলেন গায়িকা। ক্যাপশনে লিখলেন, 'আমাদের একরত্তি সন্তান দিব্যান ওরফে নীরবু (ডাকনাম)-র প্রথম জন্মদিন। তুমি আমাদের অভিভাবক হিসেবে জন্ম দিয়েছ এবং জীবন যে কত সুন্দর, কত আনন্দ ও ভালবাসায় ভরা তা দেখিয়েছ। পৃথিবীর সমস্ত ভালবাসা দিয়ে তোমাকে আশীর্বাদ করি এবং তুমি একজন নম্র, সৎ, বিচক্ষণ ও ভাল হৃদয়ের মানুষ হয়ে ওঠো।'
ছবিগুলিতে জাতীয় পুরস্কার প্রাপ্ত গায়িকাকে দেখা গেল ছেলেকে কোলে নিয়ে। ছেলে দিব্যান ও স্বামী শিলাদিত্য মুখোপাধ্যায়ের সঙ্গে পোজ দিলেন তিনি। খুদে দিব্যানের মুখে চওড়া হাসি নজর কাড়া ছিল।
View this post on Instagram
শ্রেয়া ঘোষালের পোস্টে সকলে কমেন্ট করতে শুরু করে। ইন্ডাস্ট্রির বন্ধুরা থেকে শুরু করে অনুরাগী, সকলেই একরত্তিকে শুভেচ্ছা জানায়।
দীর্ঘদিনের প্রেমিক শিলাদিত্য মুখোপাধ্যায়ের সঙ্গে ঘনিষ্ঠ মহলের উপস্থিতিতে ২০১৫ সালের ৫ ফেব্রুয়ারি বিয়ে করেন শ্রেয়া। ২০২১ সালের ২২ মে তাঁদের প্রথম সন্তান দিব্যানের জন্ম হয়।