Silajit on Narayan Debnath demise: 'ইংরাজি বইয়ের দাপটের মধ্যে আমার ছোটবেলাকে খুঁজব'
Silajit on Narayan Debnath demise: সোশ্যাল মিডিয়ায় একটি কার্টুন আর সেই সঙ্গে লম্বা পোস্ট। প্রয়াত প্রবাদপ্রতিম শিল্পী নারায়ণ দেবনাথের মৃত্যু দিনে শৈশবের স্মৃতি হাতড়ালেন সঙ্গীতশিল্পী শিলাজিৎ।
কলকাতা: সোশ্যাল মিডিয়ায় একটি কার্টুন আর সেই সঙ্গে লম্বা পোস্ট। প্রয়াত প্রবাদপ্রতিম শিল্পী নারায়ণ দেবনাথের মৃত্যু দিনে শৈশবের স্মৃতি হাতড়ালেন সঙ্গীতশিল্পী শিলাজিৎ।
আজ সোশ্যাল মিডিয়ায় একটি লম্বা পোস্ট শেয়ার করেন শিলাজিৎ। সেখানে তিনি লিখেছেন, 'একবার ই বোধ হয় দেখেছিলাম। হ্যাঁ দেখেছিলাম, পড়িনি শুধু, দেখেছিলাম দুই পুচকে মাস্তান বাঁটুল দ্য গ্রেট কে একটু জব্দ করেছিল। বাঁটুল এর সর্দি হওয়ায় দুই মাস্তান একটা টাঙা গাড়ীর পেছনে পাল লাগিয়ে বাঁটুল এর হাঁচির ধাক্কা পাল লাগিয়ে বেশ খানিকটা ফুর্তি করেছিলো গাড়ি চড়ে। বাঁটুল একটা সাইকেল এ করে যাচ্ছে ওই গাড়ীর পেছনে।ওর হাঁচির ধাক্কা লাগছে পালে, তরতরিয়ে এগিয়ে যাচ্ছে গাড়ি।
আরও পড়ুন: আসছে নতুন বাংলা ধারাবাহিক 'গুড্ডি'
মোবাইল, ট্যাবলেট, কম্পিউটারের এই সময়েও বুক ফুলিয়ে রাস্তায় হাঁটে ‘বাঁটুল দি গ্রেট’৷ ‘হাঁদা ভোঁদা’ বা ‘নন্টে ফন্টে’র দুষ্টুমিতে হেসে লুটোপুটি খায় আবাল-বৃদ্ধ-বণিতা৷ সেই হাসিকেই কান্নায় বদলে দিলেন স্রষ্টা স্বয়ং। প্রয়াত বাংলা কমিকসের প্রবাদপ্রতিম স্রষ্টা নারায়ণ দেবনাথ।