Ananya Chakraborty: 'ভেবেছিলাম তুমি অন্যরকম কিন্তু...', প্রেমিকের সঙ্গে 'ঘনিষ্ঠ' ছবি পোস্ট করে কটাক্ষের শিকার অনন্যা
Social Media Post: অবশ্য কেবল কটাক্ষই নয়, অনেক অনুরাগীই জুটিকে প্রথম বর্ষপূর্তির শুভেচ্ছাও জানিয়েছেন। কেউ লিখলেন, 'শুভ প্রথম... পাওয়ার কাপল।'
কলকাতা: একে নতুন বছরের আনন্দ (New Year), তার ওপর প্রিয় মানুষের সঙ্গে হাতে হাত রেখে একটা গোটা বছর কাটানোর আনন্দ (One Year Anniversary)। সোশ্যাল মিডিয়া পোস্ট গায়িকা অনন্যা চক্রবর্তীর (Ananya Chakraborty Trolled) উচ্ছ্বাস স্পষ্ট। কিন্তু বছরের প্রথম দিনেও পোস্ট করা ছবি জন্য কটাক্ষের শিকার হতে হল তাঁকে। কী এমন ছবি পোস্ট করেছেন তিনি?
অনন্যার পোস্টে কটাক্ষ নেটিজেনদের
১ জানুয়ারি, রাত ১২টার খানিক পরই নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একগুচ্ছ ছবি পোস্ট করেন 'সা রে গা মা পা' অনুষ্ঠানের প্রাক্তন প্রতিযোগী ও গায়িকা অনন্যা চক্রবর্তী। প্রেমিক বিশাল সিংহের সঙ্গে সম্পর্কের প্রথম বর্ষপূর্তি তাঁর। ছবি থেকেই স্পষ্ট এই বিশেষ দিনটিকে বাড়িতে একান্তে উদযাপন করেছেন তাঁরা। পোস্টের ক্যাপশনে লেখেন, 'হ্যাপি ওয়ান ইয়ার টু আস! সময়ের শেষ মুহূর্ত পর্যন্ত তোমাকেই ভালবাসব।'
একসঙ্গে খান পাঁচেক ছবি পোস্ট করেন অনন্যা। একে অপরের বন্ধনে আবদ্ধ। শীতের আমেজে একে অপরের বাহুডোরে খুঁজেছেন ভালবাসার উষ্ণতা। সেই ছবিগুলির মধ্যে দ্বিতীয় ছবিতে দেখা গেল, ঠোঁটে ঠোঁট রেখেছেন তাঁরা। ধূসর রঙের ফার টপ ও সম্ভবত কালো স্কার্ট ছিল অনন্যার পরনে। অন্যদিকে মেরুন কর্ড শার্ট ও জিন্স পরেছিলেন বিশাল, যিনি পেশায় উদ্যোগপতি।
একে অপরের সঙ্গে ঘনিষ্ঠ ছবিগুলির মধ্যে নেটিজেনদের একাংশের ক্ষোভ দ্বিতীয় ছবিটি নিয়ে। একজন লিখলেন, 'তুমি আজ যে জায়গায় এসেছ সেটা নিজের যোগ্যতায় কিন্তু সোশ্যাল মিডিয়ায় এইসব পোস্ট করে নিজেকে নিজেই হয়রান করছ। ভেবেছিলাম তুমি অন্যরকম কিন্তু আমি ভুল। বারাসাত আসছ ২ তারিখ, আমার এলাকা কিন্তু এখন তোমাকে দেখার ইচ্ছাটা নষ্ট হয়ে গেছে'। অপর একজন লিখলেন, 'শালীনতা জনপ্রিয়তায় আসে না তা কেবল সুশিক্ষা আর সামাজিক নৈতিকতা থেকে আসে। তোমরা উচ্ছনে যাওয়া সংস্কৃতিতে বাস করো।' অপর একজনের প্রশ্ন, 'কাপল ছবি ঠিক আছে কিন্তু ব্যক্তিগত ছবি?' আরও একজনের মন্তব্য, 'একজন উঠতি শিল্পীর বোধ হয় সোশ্যাল মিডিয়ায় সবকিছু বুঝে পোস্ট করা উচিত। নিজের ইমেজ এভাবে নিজেই নষ্ট করছেন কারণ আপনার মনে রাখা উচিত যে আপনি একজন গায়িকা, আপনি মডেল বা অভিনেত্রী নন।'
View this post on Instagram
অবশ্য কেবল কটাক্ষই নয়, অনেক অনুরাগীই জুটিকে প্রথম বর্ষপূর্তির শুভেচ্ছাও জানিয়েছেন। কেউ লিখলেন, 'শুভ প্রথম... পাওয়ার কাপল।' আবার একজন লিখলেন, 'চিরকাল একসঙ্গে এভাবেই আনন্দে থেকো।' আবার একজন লেখেন, 'তোমরা দুজনে মেড ফর ইচ আদার'। আবার কেউ লিখলেন, 'মিষ্টি জুটি। খুব মিষ্টি দেখাচ্ছে... যেন কারও নজর না লাগে।'
আরও পড়ুন: Raj-Subhashree: ঠোঁটে ঠোঁট রেখে ট্রোলড রাজ-শুভশ্রী
প্রসঙ্গত, সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয় অনন্যা চক্রবর্তী। প্রায়ই তিনি নিজের জীবনের আপডেট এবং সেই সঙ্গে কাজ সংক্রান্ত পোস্ট করতে থাকেন সোশ্যাল মিডিয়ায়। সোশ্যাল মিডিয়ায় লেখা বায়ো অনুযায়ী, বিশাল একজন উদ্যোগপতি ও একটি মার্কেটিং এজেন্সির প্রতিষ্ঠাতা। ১ জানুয়ারি অনন্যা চক্রবর্তীর সঙ্গে সম্পর্কের এক বছর কেক কেটে, একান্তে উদযাপন করেন তাঁরা।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।