Sitare Zameen Par: ট্রেলার বেরোতেই বয়কটের ডাক, 'সিতারে জমিন পর' ঘিরে নকলের অভিযোগ ! ফের ট্রোলড আমির
Sitare Zameen Par Trailer Released: বয়কটের ডাকের পরে নকলের অভিযোগেও তুমুল ট্রোলড হন আমির খান। প্রশ্নের মুখে 'সিতারে জমিন পর'।

Sitare Zameen Par Trailer: বিগত বেশ কয়েক বছরে এটা যেন রীতি হয়ে গিয়েছে। আমির খানের নতুন কোনও ছবির মুক্তির আগেই কোনও না কোনও ভাবে তা প্রশ্নের সম্মুখীন হয়ে পড়ে। এর আগে আমির খান অভিনীত 'লাল সিং চাড্ডা' বয়কটের ডাক (Sitare Zameen Par) উঠেছিল। এবারে ফের ট্রোলের শিকার হলেন আমির খান। সম্প্রতি 'সিতারে জমিন পর' ছবির ট্রেলার মুক্তির পরে আবারও বয়কটের ডাক ওঠে এবং একইসঙ্গে এই ছবিকে (Sitare Zameen Par Trailer) ঘিরে নকলের অভিযোগও ওঠে।
আদপে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চলাকালীন বহু শিল্পীই ভারতের পক্ষ নিয়েছিলেন। ভারতকে সমর্থন করেছিলেন, কিন্তু এই বিষয়ে আমির খান কোনও মন্তব্য করেননি। নীরব থাকতেই দেখা গিয়েছে তাঁকে। আর এই কারণেই 'সিতারে জমিন পর' ছবিকে ঘিরে বয়কটের ডাক ওঠে ট্রেলার মুক্তির পরেই। এক্স হ্যান্ডলে ট্রেন্ড করতে থাকে এই 'সিতারে জমিন পর' বয়কট হ্যাশট্যাগ। একজন এই বিষয়ে টুইট করেছেন যে আমির কি পাকিস্তানের সেনাবাহিনীকে এতটাই ভালবাসেন যে এই উত্তেজনার সময়ে ভারতের সমর্থনে কোনও মন্তব্য করেননি তিনি ! আবার অনেকে লিখেছেন যে তিনি যেহেতু আমাদের সেনাবাহিনীর সমর্থনে তাদের প্রশংসা করে কোনও কিছু বলেননি, তাই তাঁর ছবি দেখা হবে না। অন্য কাউকে দেখতেও দেওয়া হবে না। এমনকী একজন লেখেন, 'যে বিশ্বাসঘাতক সেই কেবল এই ছবি দেখতে যাবে। বলিউডের কাছে ভারতের জন্য সময় নেই, আর তারা কেউ তাদের পাকিস্তানি অনুরাগীদের দুঃখী করতে চান না। এই নিকৃষ্ট মানুষদের নিয়ে কোনও সহানুভূতি নেই।'
বয়কটের ডাকের পরে নকলের অভিযোগেও তুমুল ট্রোলড হন আমির খান। ২০০৭ সালে মুক্তি পেয়েছিল 'তারে জমিন পর' ছবিটি আর তারপরে লাল সিং চাড্ডার পরবর্তী সময়ে আমির খানের কামব্যাক হল এই 'সিতারে জমিন পর' ছবির মাধ্যমে। তবে গতকাল রাতে ছবির ট্রেলার মুক্তি পাওয়ার পর থেকেই ট্রেলারে হুবহু নকলের অভিযোগ ওঠে। অনেকেই এক্স হ্যান্ডলে পোস্টে লেখেন যে লাল সিং চাড্ডার মত এই ছবিটিও হুবহু নকল একটি বিদেশি স্পোর্টস কমেডি ড্রামা থেকে। স্পেনের জনপ্রিয় ছবি 'চ্যাম্পিয়ন্স'-এর ইংরেজিতে রিমেক হয় একই নামে আর এবারে সেই ছবি নাকি হুবহু ফ্রেম ধরে নকল করা হয়েছে 'সিতারে জমিন পর' ছবিতে।
রেডিটে এই নকলের অভিযোগে তুমুল ট্রোল করা হয় আমির খানকে। অনেকে লেখেন, 'পারফেকশনিস্ট এখন ফ্রেম টু ফ্রেম নকল করে ছবি বানাচ্ছেন।' একজন লেখেন, 'টিউবলাইট পড়ে যাওয়ার দৃশ্যটিও হুবহু এক। গল্পও ৯৯ শতাংশ একই মনে হচ্ছে।' এই ট্রেলারে আমিরকে দেখা গিয়েছে একজন খিটখিটে বাস্কেটবল কোচের ভূমিকায় অভিনয় করতে, তাঁর দায়িত্ব রয়েছে মানসিকভাবে পিছিয়ে পড়া মানসিক প্রতিবন্ধীদের একটি দলকে প্রশিক্ষণ দেওয়া বাস্কেটবল খেলায়।
আর এস প্রসন্নর পরিচালনায় এই 'সিতারে জমিন পর' ছবিতে ১০ জন নবাগত অভিনেতা-অভিনেত্রীকে দেখা গিয়েছে অভিনয় করতে। এদের মধ্যে রয়েছেন আরুষ দত্ত, গোপীকৃষ্ণ ভার্মা, সম্বিত দেশাই, বেদান্ত শর্মা, আয়ুষ বনশালী, আশিস পেন্দসে, ঋষি সাহানি, ঋষভ জৈন, নমন মিশ্র, সিমরন মঙ্গেশকর। এই ছবিতে জেনেলিয়া দেশমুখকেও একটি চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে।






















