এক্সপ্লোর
স্মিতা পাটিল আমার থেকে অনেক ভাল অভিনেত্রী ছিলেন, বললেন রেখা
মুম্বই: তাঁর থেকে বহু গুণে ভাল অভিনয় করতেন প্রয়াত স্মিতা পাটিল। সকলের সামনে স্বীকার করলেন রেখা গণেশন। রেখা বলেছেন, আজ নয়, ৩০ বছর আগেই এ কথা বুঝেছিলেন তিনি।
এ বছরই চালু হল স্মিতা পাটিল মেমোরিয়াল অ্যাওয়ার্ড। চলচ্চিত্রে অবদানের জন্য প্রথমবার সম্মানিত পেলেন রেখা। উমরাও জানের প্রবাদপ্রতিম অভিনেত্রী বলেন, স্মিতার নামে এই পুরস্কার পেয়ে তিনি খুশি। প্রথমবার স্মিতা পাটিল মেমোরিয়াল অ্যাওয়ার্ড তাঁকে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে একদম ঠিক কাজ করেছেন উদ্যোক্তারা কারণ তাঁরই শুধু এই পুরস্কার পাওয়ার অধিকার আছে।
রেখার ব্যাখ্যা, এই পুরস্কার স্মিতার অসামান্য ক্ষমতার কথা স্মরণ করায়, তাঁর অভিনয় দক্ষতা, নাচের দক্ষতা, ক্যামেরার সামনে নির্ভীক হওয়ার দক্ষতা। পাশাপাশি সঠিক চরিত্র পছন্দের দক্ষতা। একটা শব্দও না বলে যেভাবে তিনি তাঁর সুন্দর চোখ দিয়ে অনুভূতি ফুটিয়ে তুলতেন তাও তাঁর দক্ষতার পরিচায়ক।
রেখা বলেছেন, তিনি অনুভব করেন, স্মিতা অভিনেত্রী হিসেবে তাঁর থেকে কয়েক যোজন এগিয়ে ছিলেন। ৩০ বছর আগে স্মিতার সব ছবি দেখার সিদ্ধান্ত নেন তিনি, তখনই বুঝতে পারেন এ কথা। আজ তাই তিনি বলতে পারছেন, শুধু তাঁর থেকে নয়, স্মিতা অন্য যে কোনও অভিনেতা অভিনেত্রীর থেকে এগিয়ে।
অনুষ্ঠানে ছিলেন স্মিতার ছেলে প্রতীক বব্বর। তাঁকে রেখা বলেন, যখনই কোনও দরকার পড়বে, আমায় ফোন কর। সঙ্গে তাঁর সংযোজন, আমি আছি, তবে কখনওই স্মিতার মত হয়ে উঠতে পারব না।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি
Advertisement