Smiti Irani: ছোটপর্দায় ফিরেই রাজনীতি থেকে অবসর? গুঞ্জন ছড়াতেই স্মৃতি ইরানি বললেন...
Smriti Irani on Political Career: সম্প্রতি দেওয়া একটি সাক্ষাৎকারে, স্মৃতি ইরানি তাঁর ছোটপর্দায় ফেরার কারণ জানিয়ে দেন

কলকাতা: ছোটপর্দায় ফিরছে 'কিঁউ কি সাঁস ভি কভি বহু থি' (kyunki saas bhi kabhi bahu thi)। আর এই ধারাবাহিকে তুলসী অর্থাৎ মুখ্যচরিত্রে ফিরছেন স্মৃতি ইরানি। দীর্ঘকাল অভিনয় থেকে দূরে থাকার পরে, ফের ধারাবাহিকে ফিরছেন তিনি। এই ধারাবাহিকই একটা সময়ে স্মৃতিকে পৌঁছে দিয়েছিল ঘরে ঘরে। বিভিন্ন ভাষাভাষীর মানুষ এই ধারাবাহিক দেখতে ভালবাসতেন। এই ধারাবাহিক সেই সময়ে দাঁড়িয়ে এমন সমস্ত বিষয় নিয়ে কথা বলেছিল, যেটা সেই সময়ে খোলাখুলিভাবে আলোচনা করার কথা কেউ ভাবতেই পারতেন না। নতুন এই ধারাবাহিক থেকে দর্শকদের আকাশছোঁয়া প্রত্যাশা রয়েছে। তবে এর পাশাপাশি, সামনে এসেছে আরও একটি গুঞ্জন। শোনা যাচ্ছে, এতদিন বাদে ধারাবাহিকে পা রেখে নাকি অভিনয় থেকে অবসর নিতে চলেছেন স্মৃতি ইরানি? অভিনয়রে মতো, তাঁর রাজনৈতিক কেরিয়ারও দীর্ঘ। তবে এবার নাকি সম্পূর্ণভাবে অভিনয়ই করবেন তিনি। তাঁর রাজনৈতিক কেরিয়ারের এখানেই ইতি? এবার সেই জল্পনার অবসান ঘটিয়ছেন স্মৃতি ইরানি। কী বলছেন তিনি?
সম্প্রতি দেওয়া একটি সাক্ষাৎকারে, স্মৃতি ইরানি তাঁর ছোটপর্দায় ফেরার কারণ জানিয়ে দেন। তাঁকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তিনি কেন টিভিতে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন? এর কারণ কী? উত্তরে তিনি বলেন, 'আমার মতে, এই উত্তরটা খুব ছেলেমানুষি। দেখুন, মানুষের জীবনে পছন্দ করার, বেছে নেওয়ার অবকাশ থাকে না। আমার আছে।'
View this post on Instagram
কেন ছোটপর্দায় ফিরছেন স্মৃতি ইরানি?
স্মৃতি ইরানি আরও বলেন- 'জীবনকে খুঁটিয়ে দেখা আমার স্বভাব। আপনি যদি জীবনকে শুধুমাত্র একটি দিক থেকে দেখেন, একটি দৃষ্টিকোণ থেকে দেখেন, তাহলে সেটা আবার কেমন জীবন? আমি জাতীয় রাজনীতিতেও এসেছিলাম, তখন আমি অনুভব করেছিলাম, যে আমাদের সমাজে এমন অনেক কিছু আছে যার প্রতি মানুষের মনোযোগ দেওয়া দরকার। সেটা রাজনীতি হোক বা সংবাদমাধ্যম। আপনি যদি নিজের এমন একটা জায়গা তৈরি করতে পারেন যে, আপনি মানুষের দৃষ্টি আকর্ষণ করতে পারবেন, আপনি যদি মানুষের প্রতিচ্ছবি হন বা মানুষের কণ্ঠস্বর হয়ে উঠতে পারেন, তবে এমন সুযোগ কে ছাড়বে?'
রাজনীতি থেকে অবসর নিচ্ছেন স্মৃতি ইরানি?
ধারাবাহিকে ফিরে আসা প্রসঙ্গে স্মৃতি ইরানি রাজনীতি থেকে অবসর নিচ্ছেন কিনা জানতে চাইলে, এই বিষয়ে অভিনেত্রী এবং রাজনীতিবিদ সরাসরি না করে দেন। তিনি বলেন- '৪৯ বছর বয়সে কে রাজনীতি থেকে অবসর নেয়? ৪৯ বছর বয়সে অনেকের তো কর্মজীবন শুরুই হয় না। আমি তো তিনবারের সাংসদ, পাঁচটা দপ্তরের মন্ত্রী ছিলাম, এখনও অনেক পথ চলা বাকি।'
View this post on Instagram






















