Sobhan Swastika: সুরের বাঁধনে শোভন-স্বস্তিকা, একসঙ্গে করা নতুন মিউজিক ভিডিও প্রকাশ পাবে ১৪ জানুয়ারি
Sobhan Swastika News: আজ মুক্তি পেয়েছে শোভন-স্বস্তিকার নতুন মিউজিক ভিডিওর ঝলক। একটি গাছের ডালে সাদা পোশাকে একা বসে রয়েছেন স্বস্তিকা
কলকাতা: প্রেমের বাঁধনে তো বেঁধেছিলেন দুজনেই, আর এবার সুরের বাঁধনেও বাঁধলেন একে অপরকে। এবার সঙ্গীতশিল্পী শোভন গঙ্গোপাধ্যায়ের (Sobhan Ganguly)-র মিউজিক ভিডিওতে নায়িকা স্বস্তিকা দত্ত (Swastika Dutta)। 'একা বসে থাকি' মিউজিক ভিডিও নিয়ে আসছেন তাঁরা।
সদ্য একটি ওয়েব সিরিজের কাজ শেষ করেছেন স্বস্তিকা। চার কন্যার সংসার। থুড়ি, চার কন্যার চার সংসার, তাদের আলাদা গল্প, আলাদা লড়াই... আর কোথাও না কোথাও এসে মিশে যাওয়ার গল্প। মুক্তি পেল সাহান দত্ত (Sahana Dutta)-র নতুন ওয়েব সিরিজ 'গভীর জলের মাছ'-এর ট্রেলার। স্বস্তিকা দত্ত (Swastika Dutta), তৃণা সাহা (Trina Saha), উষসী রায় (Ushasi Ray), অনন্যা সেন (Anannya Sen), রাজদীপ গুপ্ত (Rajdeep Gupta), সৌম্য বন্দ্যোপাধ্যায় (Shoumo Banerjee), যুধাজিৎ সরকার (Judhajit Sarkar), প্রান্তিক বন্দ্যোপাধ্যায় (Prantik Banerjee) অভিনীত এই সিরিজ মুক্তি পাবে খুব তাড়াতাড়ি।
আরও পড়ুন: Rakhi Sawant: মিথ্যে নয়, আইনত বিয়ে সেরেছেন রাখী, জানালেন আইনজীবী
আজ মুক্তি পেয়েছে শোভন-স্বস্তিকার নতুন মিউজিক ভিডিওর ঝলক। একটি গাছের ডালে সাদা পোশাকে একা বসে রয়েছেন স্বস্তিকা। খোলা চুলে নো মেকআপ লুক। প্রকাশ পেয়েছে ছোট্ট ভিডিওর ঝলকও। তবে সেখানে স্বস্তিকার মুখ দেখা যাচ্ছে না। ১৪ জানুয়ারি মুক্তি পাবে এই ভিডিও। স্বস্তিকাও লিখেছেন, একসঙ্গে এটাই তাঁদের প্রথম কাজ। গানটি প্রযোজনা করছে আশা অডিও।
View this post on Instagram