Rakhi Sawant: মিথ্যে নয়, আইনত বিয়ে সেরেছেন রাখী, জানালেন আইনজীবী
Rakhi Sawant News: আইনজীবী আরও জানান, বিয়ের জন্য যাবতীয় নথিপত্র ও নিয়ম মেনেছেন রাখী। রেজিস্টার অফিসে গিয়েছিলেন তাঁরা। পড়া হয়েছে নিকাহনামাও'
![Rakhi Sawant: মিথ্যে নয়, আইনত বিয়ে সেরেছেন রাখী, জানালেন আইনজীবী Rakhi Sawant: Not A Fake Marriage: Rakhi Sawant's Lawyer Says Actor's Marriage With Adil Khan Durrani Entirely Legal Rakhi Sawant: মিথ্যে নয়, আইনত বিয়ে সেরেছেন রাখী, জানালেন আইনজীবী](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/01/12/f8d3f33532eddae53b4848bc9e1f94d5167354233260249_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: রাখী সবন্তের বিয়ে যেন সবসময়েই রহস্যে মোড়া। কখনও বিয়ের সাজ প্রকাশ্যে আসলেও দেখা যায় না বরকে, কখনও আবার সামাজিক বিয়ে সেরে ফেললেও আইনি বিয়ে করার আগেই বিচ্ছেদের পথে হাঁটেন এই অভিনেত্রী। তবে সদ্য রাখীর যে বিয়ের খবর নিয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়া, তা মোটেই মিথ্যে নয়। প্রেমিক আদিল দুরানির সঙ্গে যে বিয়ের খবর প্রকাশ্যে এসেছে, তা ১০০ শতাংশ আইনত বলেই জানিয়েছেন আইনজীবী।
সম্প্রতি রাখীর আইনজীবী ফাল্গুনি ব্রহ্মভট্ট সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে দাবি করেন, রাখীর এই বিয়ে ১০০ শতাংশ আইনত। তিনি আরও বলেন, 'এই বিয়েটা মিথ্যে নয়। সামাজিক ও আইনত ভাবেই বিয়ে সেরেছেন রাখী। আইনতভাবে নথিবদ্ধও হয়েছে এই বিয়ে। এমনকি পালন করা হয়েছে বিয়ের যাবতীয় সামাজিক নিয়মও। মুম্বইতে নিয়ম রয়েছে, সমস্ত বিয়ে পুরনিগমে নথিবদ্ধ করাতে হয়। সেই নিয়ম মেনেই বিয়ে করেছেন রাখি ও আদিল।'
আরও পড়ুন: Shah Rukh Khan: রাত ২টোয় শাহরুখের হোটেলের ঘরে হাজির অনুরাগীরা, তারপর?
আইনজীবী আরও জানান, বিয়ের জন্য যাবতীয় নথিপত্র ও নিয়ম মেনেছেন রাখী। রেজিস্টার অফিসে গিয়েছিলেন তাঁরা। পড়া হয়েছে নিকাহনামাও। তাঁরা বিয়ের শংসাপত্রও নিয়েছেন সময়মতো। জানি না আদিল কেন এই বিয়েকে অস্বীকার করছেন। হয়তো কোনও ব্যক্তিগত কারণ রয়েছে। রাখী বিয়ের যে ছবি ভাগ করে নিয়েছেন সেটা ১০০ শতাংশ সত্যি।'
মে মাসের ২৯ তারিখে বিয়ে করেন রাখী ও আদিল। সম্প্রতি প্রকাশ পাওয়া বিয়ের শংসাপত্রে প্রকাশ্যে এসেছে এই তারিখই। তবে গত কয়েক মাস এই বিয়ের কথা প্রকাশ্যে আসতে দেননি রাখী বা আদিল কেউই। তবে হামেশাই একসঙ্গে দেখা যেত এই জুটিকে। এমনকি রাখীর জন্মদিনে তাঁর জন্য বিশেষ উপহারও পরিকল্পনা করেছিলেন আদিল।
গতকাল প্রথম প্রকাশ্যে এসেছিল রাখীর বিয়ের ছবি। আইনত বিয়ের সার্টিফিকেট নিয়ে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন সদ্য বিবাহিত রাখী ও আদিল। তাঁদের ২ জনেরই গলায় মালা। তবে তাঁর বেশভূষা সাধারণ। সাদার ওপর ফ্লোরাল একটি সালোয়ার কামিজ পরেছেন রাখি। মাথায় ঘোমটা তুলে দিয়েছেন সোনালি ওড়নার। পাশেই কালো শার্ট আর নীল জিন্সে আদিল। তাঁর গলাতেও মালা।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)