Soham Saayoni: স্যুটকেসের মধ্যে মৃতদেহ! খুনের ঘটনায় নাম জড়াল সোহম সায়নীর!
Soham Saayoni New Film: একটি লাল স্যুটকেসের আড়ালে লুকিয়ে রয়েছেন সায়নী ও সোহম। দুজনেই ভীত। আর সেই স্যুটকেসের মধ্যে থেকে বেরিয়ে আছে কিছু জামাকাপড় আর একটা রক্তমাখা হাত।
কলকাতা: এবার ডার্ক কমেডিতে একসঙ্গে জুটি বাঁধছেন সোহম চক্রবর্তী (Soham Chakraborty) ও সায়নী ঘোষ (Sayoni Ghosh)। মুক্তি পেল 'এল এস ডি, লাল স্যুটকেসটা দেখেছেন?' (L.S.D Laal Suitcase Ta Dekhechen?)-এর পোস্টার। এই দুই তারকা ছাড়াও ছবিতে রয়েছেন কাঞ্চন মল্লিক (Kanchan Mullick), লাবণী সরকার (Labony Sarkar), সুমিত সমাদ্দার (Sumit Samaddar), জুন মাল্য (June Maliah), অভিজিৎ গুহ (Abhijit Guha), সুব্রত মুখোপাধ্যায় (Subhadra Mukherjee) ও অন্যান্যরা।
আজ যে পোস্টার মুক্তি পেয়েছে, সেখানে দেখা যাচ্ছে, একটি লাল স্যুটকেসের আড়ালে লুকিয়ে রয়েছেন সায়নী ও সোহম। দুজনেই ভীত। আর সেই স্যুটকেসের মধ্যে থেকে বেরিয়ে আছে কিছু জামাকাপড় আর একটা রক্তমাখা হাত। এই পোস্টার শেয়ার করে সোহম লিখেছেন, 'এবার শহরে, নতুন বছরে, নতুন রহস্য... লাল সুটকেসটা দেখেছেন?' সোহমের প্রযোজনা সংস্থা থেকে মুক্তি পাচ্ছে এই ছবি।
আরও পড়ুন: Shiboprosad Mukherjee: শহরতলিতে 'হামি বাস স্টপ', বিক্রি হচ্ছে লোভনীয় খাবার, জানাচ্ছেন শিবপ্রসাদ
ছবি সম্পর্কে পরিচালক বলছেন, 'এই ধরনের ডার্ক কমেডি বাংলায় বিরল। এই ছবির শ্যুটিংর করার অভিজ্ঞতা দারুণ। গোটা ছবিটা আসল লোকেশনে শ্যুট করা হয়েছে। আমার বিশ্বাস, একেবারে আসল জায়গায় গিয়ে শ্যুটিং করা হলে ছবির রূপ-রস-গন্ধ সব ঠিক থাকে। এই ছবিতে সোহমকে একেবারে ভিন্ন রূপে দেখতে পাবে মানুষ। একজন এতবড় অভিনেত্রী, বিধায়ক এল এস ডি নিয়ে ছবির করার জন্য এগিয়ে এসেছে এটা আমার ভাবতে ভাল লাগছে।'
View this post on Instagram