Shiboprosad Mukherjee: শহরতলিতে 'হামি বাস স্টপ', বিক্রি হচ্ছে লোভনীয় খাবার, জানাচ্ছেন শিবপ্রসাদ
Shiboprosad Mukherjee on Haami 2: সিনেমাকে ঘিরে যেন তৈরি হয়েছে উৎসব। প্রেক্ষাগৃহের বাইরে ছোটদের জন্য খাবার স্টল বসে গিয়েছে। সিনেমা দেখে বেরিয়ে সেখানেই ভিড় জমাচ্ছে খুদেরা।
কলকাতা: এক সপ্তাহ পার, 'হামি'-র ব্যবসাকে পেরিয়েছে 'হামি ২' (Haami 2)। গত ২৪ তারিখ মুক্তি পেয়েছিল শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboproshad Mukherjee) ও নন্দিতা রায় (Nandita Roy) পরিচালিত, উইন্ডোজ প্রযোজিত (Windows) ছবি 'হামি ২'। ৩ খুদের গল্প নিয়ে তৈরি হয়েছে এই ছবি। তবে 'হামি ২' কী শুধুই ছোটদের ছবি? নাহ। ছোটদের রেশারেশির মধ্যে মিলেমিশে আছে বড়দের বিভিন্ন মানসিকতা ও বেশ কিছু গুরুত্বপূর্ণ বার্তা।
শিবপ্রসাদ ছাড়াও এই ছবির গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন গার্গী রায়চৌধুরী (Gargee Roychowdhury) , অঞ্জন দত্ত (Anjan Dutta) ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)। সদ্য সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করেছেন শিবপ্রসাদ। তাঁর পোস্টে মন্তব্য করে এক মজার ঘটনা জানিয়েছেন অনুরাগী। আন্দুলে নাকি তৈরি হয়ে গিয়েছে 'হামি' বাস স্টপ। আর সেখানে এতই ভিড়, পা রাখা যাচ্ছে না। শুধু কী তাই! সিনেমাকে ঘিরে যেন তৈরি হয়েছে উৎসব। প্রেক্ষাগৃহের বাইরে ছোটদের জন্য খাবার স্টল বসে গিয়েছে। সিনেমা দেখে বেরিয়ে সেখানেই ভিড় জমাচ্ছে খুদেরা।
প্রসঙ্গত, আজ সোশ্যাল মিডিয়ায় 'হামি'-র মোড়কেই নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছে 'উইন্ডোজ'। শুধু তাই নয়, সামনেই মুক্তি পাচ্ছে উইন্ডোজ এর পরবর্তী ছবি 'ফাটাফাটি' (Fatafati)। নতুন বছরের শুভেচ্ছাও রইল সেই ইঙ্গিতও।
View this post on Instagram