Sonakshi Sinha: অবশেষে 'বড় খবর' দিলেন সোনাক্ষী সিনহা
সদ্যই নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে ফের নিজের ছবি পোস্ট করে সোনাক্ষী সিনহা (Sonakshi Sinha) জানালেন তিনি কোন বড় খবর দেওয়ার কথা বলেছিলেন।
মুম্বই: দিন তিনেক আগেই বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা (Sonakshi Sinha) তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে হাতে আংটি পরা ছবি পোস্ট করে জানিয়েছিলেন যে, তিনি তাঁর জীবনের বড় খবর দিতে চলেছেন। স্বাভাবিকভাবেই তাঁর হাতের হিরের আংটি দেখে গুঞ্জন রটেছিল যে বাগদান সেরে ফেলেছেন অভিনেত্রী। আর এবার সেই 'বড় খবর'-এর রহস্য ফাঁস করলেন।
সোনাক্ষী সিনহার বড় খবর-
সদ্যই নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে ফের নিজের ছবি পোস্ট করে সোনাক্ষী সিনহা জানালেন তিনি কোন বড় খবর দেওয়ার কথা বলেছিলেন। অভিনেত্রী লেখেন, 'আচ্ছা আচ্ছা। আমার মনে হয় যথেষ্ট উত্তক্ত করা হয়েছে সবাইকে। তবে, যত ইঙ্গিত দেওয়া হয়েছিল, তার কোনওটাই মিথ্যে নয় এক ফোঁটাও। আমার জীবনের বড় দিন। কারণ, আমি আমার নিজস্ব ব্র্যান্ড লঞ্চ করছি। আমার একটা স্বপ্ন সত্য হতে চলেছে।' এরপরই সোনাক্ষী সিনহা জানিয়ে দেন যে তিনি এবার অভিনেত্রী থেকে ব্যবসায়ী হওয়ার পর্যায়ে রয়েছে। নিজের ব্র্যান্ড চালু করছেন।
আরও পড়ুন - Bollywood Upcoming Movie: চলতি বছর বলিউডে মুক্তি পাবে যে বিগ বাজেট ছবিগুলি
প্রসঙ্গত, সম্প্রতি ইনস্টাগ্রামে বেশ কিছু ছবি পোস্ট করেছেন অভিনেত্রী পুরুষ বন্ধু রয়েছেন। কখনও তাঁর হাত রয়েছে অভিনেত্রীর হাতের ওপর তো কোনও ছবিতে তাঁর বাহু জড়িয়ে রয়েছেন অভিনেত্রী। সেই সঙ্গে আরও বড় চমক, সোনাক্ষীর আঙুল। সোনাক্ষীর বাঁ হাতের অনামিকায় হিরের আংটি (Diamond Ring)। ফ্রেম থেকে নিপুণ ভাবে ক্রপ করে দেওয়া হয়েছে পাশের ব্যক্তিকে। কিন্তু ছবিতে তাঁর আভাস রয়েছে। আর সেই সঙ্গে হাতে বড় হিরের আংটি। রীতিমতো ফ্লন্ট করছেন অভিনেত্রী তাঁর নতুন গয়না। তাহলে কি বাগদান সেরে ফেললেন অভিনেত্রী? পরপর তিনটি পোস্টে তিনটি ছবি শেয়ার করেন। সঙ্গে লেখেন, লিখলেন, 'আমার জন্য বিশাল বড় দিন! আমার অন্যতম বড় স্বপ্ন সত্যি হতে চলেছে... এবং সেই খবর আপনাদের সঙ্গে ভাগ করে নেওয়ার তর সইছে না।' তবে এরপরেই লেখেন, 'কান্ট বিলিভ ইট ওয়াজ সো ইজি (EZI)।'
জল্পনা অনুযায়ী, সোনাক্ষী সিন্হা 'নোটবুক' অভিনেতা জাহির ইকবালের সঙ্গে সম্পর্কে রয়েছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে জাহির বলেন, 'এখন এতদিন হয়ে গেছে, আমার আর গায়ে লাগে না। আমার অবস্থা হয়েছে এখন যে আচ্ছা যদি এরকম মনে করেন তাহলে তাই। ভাবতে থাকুন। আপনার জন্য ভাল।' সোনাক্ষী অপর এক সাক্ষাৎকারে বলেন, 'জাহির আমার বেস্ট ফ্রেন্ডের মতো। আমরা এসব খবর দেখে হেসে লুটোপুটি খাই। আমি মনে করি ও খুব প্রতিভাবান এবং অবশ্যই নজরে রাখার মতো।'