এক্সপ্লোর
লাল টুকটুকে নেটের গাউন পরা ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ট্রোলড সোনাক্ষী সিনহা

নয়াদিল্লি: বেশ কিছুদিন ধরেই বলিউডে সেভাবে কোনও হিট সিনেমা দিতে পারেননি সোনাক্ষী সিংহ। এরইমধ্যে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করে ট্রোলেন হলেন তিনি। সম্প্রতি সোনাক্ষী তাঁর ইন্সটাগ্রাম পেজে লাল রঙের নেটের গাউন পরা ছবি পোস্ট করেছেন। কিন্তু অনুরাদীদের অনেকেরই হয়ত ছবিটি পছন্দ হয়নি। তাঁরা কমেন্ট বক্সে গিয়ে সোনাক্ষীর সমালোচনায় সরব হয়েছেন।
এক ইউজার লিখেছেন, 'ম্যাম, আপনার হলটা কী'? অন্য একজন লিখেছেন, 'খুবই খারাপ লুক'। আর একজনের মন্তব্য 'নকল সোনা'। কেউ কেউ সোনাক্ষীর এই লুককে 'খুবই সস্তা' বলে কটাক্ষ করেছেন। একজন আবার প্রশ্ন করেছেন, 'এখন আপনার সংস্কার গেল কোথায়?' ছবিটি শেয়ার করে সোনাক্ষী জানিয়েছেন, এটি গত জুলাই মাসে তোলা পুরানো ছবি। ছবিটি অনেক অনুরাগীর প্রশংসাও আদায় করে নিয়েছে। সোনাক্ষী সোশ্যাল মিডিয়ার নিয়মিত তাঁর সুন্দর সুন্দর ছবি ও ভিডিও পোস্ট করেন। সোনাক্ষীকে শেষবার ইত্তেফাক ও নুর সিনেমায় দেখা গিয়েছিল। বক্স অফিসে সেভাবে সাফল্য পায়নি সিনেমা দুটি। তাঁর কোনও সুপারহিট সিনেমার জন্য সাগ্রহে অপেক্ষা করছেন অনুরাগীরা। সলমনের আগামী সিনেমা রেস ৩-তে ক্যামিও করবেন সোনাক্ষী।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি






















