Sonu Sood: ১ পায়ে ১ কিলোমিটার পথ পাড়ি দিয়ে স্কুলে যায় খুদে, ভিডিও শেয়ার করে 'কুর্ণিশ' সোনু সুদের
Sonu Sood: কথায় বলে, ইচ্ছা থাকলেই উপায় হয়। কিন্তু সেই উপায়ের রাস্তাতে নেহাৎ সোজা হয় না। আর এই কথা কার্যত চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে বলিউড তারকার শেয়ার করা একটি ভিডিও
মুম্বই: কথায় বলে, ইচ্ছা থাকলেই উপায় হয়। কিন্তু সেই উপায়ের রাস্তাতে নেহাৎ সোজা হয় না। আর এই কথা কার্যত চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে বলিউড তারকার শেয়ার করা একটি ভিডিও। সোনু সুদ (Sonu Sood)। করোনা পরিস্থিতিতে যিনি মানুষের মসিহা হয়ে উঠেছিলেন, তিনি সোশ্যাল মিডিয়ায় ট্যুইট করেছেন একটি ভিডিও। সেখানে দেখা যাচ্ছে, কাঁধে স্কুলের ব্যাগ, এক পায়ে লাফিয়ে লাফিয়ে পথ চলেছে সে। গন্তব্য, স্কুল। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও পোস্ট করে সোনু সুদ লিখেছেন, 'বিহারের জামুইতে একটি মেয়ে এইভাবে ১ কিলোমিটার পথ পাড়ি দিয়ে স্কুলে যায়। দুর্ঘটনায় একটি পা বাদ গিয়েছে ওর। সাহসিকতাকে কুর্নিশ।'
अब यह अपने एक नहीं दोनो पैरों पर क़ूद कर स्कूल जाएगी।
टिकट भेज रहा हूँ, चलिए दोनो पैरों पर चलने का समय आ गया। @SoodFoundation 🇮🇳 https://t.co/0d56m9jMuA
">
সাধারণ মানুষের কাছাকাছি পৌঁছে যাওয়া, তাঁদের সমস্যাকে তুলে ধরা সোনু সুদের অভ্যাস। সম্প্রতি অভিনেতার সংস্থা 'সুদ চ্যারিটি ফাউন্ডেশন'-এর (Sood Charity Foundation) সোশ্যাল মিডিয়া থেকে একটি ভিডিও পোস্ট করা হয়। সেখানে দেখা যাচ্ছে পথ দুর্ঘটনায় জখম হওয়া এক ব্যক্তি উদ্ধার করে নিয়ে যাচ্ছেন সোনু। বুধবার সন্ধ্যায় শেয়ার করা ভিডিওটিতে দেখা যাচ্ছে সোনু এবং তাঁর দল একটি হাইওয়েতে দুর্ঘটনাস্থলে পৌঁছেছে এবং একজন অচেতন ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যেতে সাহায্য করছে।
আরও পড়ুন: Belashuru: সচেতনতা প্রচারে 'বেলাশুরু', 'টাপা টিনি'-র সুরে সতর্ক করছে সাইবার ক্রাইম
রাতের রাস্তার ধারে দুটি গাড়ির সংঘর্ষ হয় বলে মনে হচ্ছে। সোনু এবং তাঁর বন্ধুরা গাড়ির দরজা খোলার চেষ্টা করে। সেই গাড়ির ড্রাইভার তখনও ভিতরে রয়েছেন। তাঁরা প্রথমে একটি দরজা খোলার চেষ্টা করে এবং সোনু অবশেষে ভিতরে প্রবেশ করতে সক্ষম হন। এরপর সোনু আহত ব্যক্তিকে গাড়ি থেকে অচেতন অবস্থায় টেনে বের করেন এবং তাঁকে দুই হাতে পাঁজাকোলা করে নিয়ে গিয়ে গাড়ির পিছনের আসনে বসিয়ে দেন তিনি।