এক্সপ্লোর
Advertisement
সোশ্যাল মিডিয়ায় ‘ফ্রড’ বলে কটাক্ষ,৭ লাখের বেশি লোকের ডেটাবেস আছে আমার, জবাব সোনুর
তিনি বলেন, 'আমি যদি রাজনীতিতে যোগ দিই, অবশ্যই জানাব। কিন্তু এটা রাজনীতি করার সময় নয়।
মুম্বই:লকডাউন ও আনলক পর্বে বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য যে ফিস্মস্টারের নাম বারবার শিরোনামে উঠে এসেছে ,তিনি সোনু সুদ। পরিযায়ী শ্রমিক,অসুস্থ অভিনেতা,বিদেশে আটকে পড়া পড়ুয়া- এমন নানা ক্ষেত্রের মানুষকে নিজের মতো করে সাহায্য করেছেন তিনি। কিন্তু আশ্চর্যের ব্যাপার হল, তাঁকেই কেউ কেউ সোশ্যাল মিডিয়ায় আক্রমণ করেছেন খারাপ ভাষায়। এমনকী বলা হয়েছে 'ফ্রড'! সম্প্রতি প্রসঙ্গটি উঠে এসেছে এক সাক্ষাৎকারে ।
সোশ্যাল মিডিয়ায় কেন এমন আক্রমণ সে প্রশ্নের উত্তরে সোনু বলেছেন, 'যাঁরা বলছেন আমি আসলে কিছুই করিনি, তাঁরা সেটা বলতেই পারেন। আমার ডেটাবেস রয়েছে। সেই পরিসংখ্যানই আমার হয়ে উত্তর দেবে।' সোনু ব্যাখ্যা দিয়ে বলছেন, ' আমি যাঁদের সাহায্য করেছি, সেই ৭ লক্ষ ৩ হাজার ২৪৬ জন মানুষের বিস্তারিত তথ্য আছে আমার কাছে। তাঁদের ঠিকানা, ফোন নম্বর, আধার কার্ড নম্বর সবই রেখেছি। যে ছাত্রদের বিদেশ থেকে ফিরিয়ে এনেছি, তাঁরাও সমস্ত তথ্য দিয়েছেন।' অপমানকারীদের উদ্দেশে সোনুর পরামর্শ, 'আমাকে আক্রমণ করার বদলে বরং একটা অসহায় মানুষকে সাহায্য করুন।'
মানুষকে সাহায্য করার উদ্দেশ্য কি আসলে আগামী দিনে রাজনীতিতে যোগদানের পরিকল্পনা,এহেন জল্পনা আগেও উড়িয়েছেন সোনু। এবারও তিনি বলেন, 'আমি যদি রাজনীতিতে যোগ দিই, অবশ্যই জানাব। কিন্তু এটা রাজনীতি করার সময় নয়। আর এটাও বলে রাখতে চাই যে আমি মানুষকে সাহায্য করার জন্য কারও কাছে জবাবদিহি দিতে বাধ্য নই। '
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
জেলার
ক্রিকেট
Advertisement