এক্সপ্লোর
এই শহর ভাগ্য বদলে দেয়, নাম না করে কঙ্গনার ‘মুম্বই যেন পাক অধিকৃত কাশ্মীর!’-এর পাল্টা সোনু
মুম্বইকে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের সঙ্গে তুলনা করেছেন কঙ্গনা রানাওয়াত।এটা মানতে নারাজ সোনু সুদ।

মুম্বই: মুম্বইকে এবার পাকিস্তান অধিকৃত কাশ্মীরের সঙ্গে তুলনা করলেন কঙ্গনা রানাওয়াত। আর টুইটে কঙ্গনার নাম না করে তাঁকে মোক্ষম জবাব দিলেন সোনু সুদ। সমালোচনা করেছেন আরও কয়েক জন স্টার। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ব্যাপারে তাঁর প্রেমিকা রিয়া চক্রবর্তীকে বারবারই অভিযুক্ত করেছেন কঙ্গনা। রিয়াকে সহযোগিতা করছে মুম্বই পুলিশ, এমন অভিযোগও তুলেছেন তিনি। কঙ্গনায় কথায় বিরক্ত শিবসেনা নেতা সঞ্জয় রাউত সম্প্রতি বলেন, মুম্বই পুলিশের উপর বিশ্বাস যখন নেই ,তখন মুম্বইতে আসবেন না। এরপরই সোশ্যাল মিডিয়ায় রাউত তাঁকে হুমকি দিয়েছেন বলে অভিযোগ তোলেন কঙ্গনা। বলেন, শিবসেনা নেতা তো আমাকে প্রকাশ্যেই মুম্বই না আসার হুমকি দিয়েছেন। এসব দেখে মুম্বইকে এখন পাক অধিকৃত কাশ্মীর মনে হচ্ছে।
मुंबई .. यह शहर तक़दीरें बदलता है।
सलाम करोगे तो सलामी मिलेगी। 🇮🇳
— sonu sood (@SonuSood) September 3, 2020
অভিনেত্রীর এহেন মন্তব্যের পরই বিরক্তি প্রকাশ করেছেন সোনু সুদ, স্বরা ভাস্কর, দিয়া মির্জা, রিচা চাড্ডা, রেণুকা সাহানে,রীতেশ দেশমুখ প্রমুখ। কঙ্গনার নাম মুখে না এনেই এক টুইটে বক্রোক্তি করেছেন সোনু ।বলেছেন, “মুম্বই__ এই শহর ভাগ্য বদলে দেয়। আপনি যদি স্যালুট করেন তবে প্রত্যুত্তরে স্যালুট ফেরতও পাবেন।” সোনুর কথায় বেজায় খুশি তাঁর ভক্তরা। অনেকই টুইটের সমর্থনে কমেন্ট বক্স ভরিয়ে দিয়েছেন। আবার কঙ্গনার মন্তব্যে বিরক্তি প্রকাশ করা লোকজনের তালিকাও দীর্ঘ। মুম্বইকে তিনি যেভাবে পাক অধিকৃত কাশ্মীরের সঙ্গে তুলনা করেছেন, তা অনেকই ভালো ভাবে মেনে নিতে পারেননি। বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের






















