(Source: ECI/ABP News/ABP Majha)
Salt City Review: শহরের নোনা ধরা বাজপেয়ী পরিবারের গল্প বলে 'সল্ট সিটি'
Web Series Salt City Review: সিরিজের শুরুতে দিব্যেন্দু শর্মার লুক আর চলাফেরা দেখে দর্শকের ‘ট্রিপলিং’-এর চিতওয়ান মানে অমল পরাশরকে মনে পড়বেই। কিন্তু গল্প যত এগোবে দিব্যেন্দুর চরিত্র ততই মৌলিক হয়ে উঠবে।
বিনোদন ডেস্ক, এবিপি আনন্দ: শহরের নোনা ধরা জীবনের গল্প 'সল্ট সিটি' (Salt City)। সম্প্রতি সোনি লিভে মুক্তি পেয়েছে ঋষভ অনুপম সহায় পরিচালিত এই সিরিজটি (Web Series)। কেমন হল সেই সিরিজ? কী ধরনের গল্প দেখতে পাবেন দর্শক? রইল রিভিউ (Review)।
'সল্ট সিটি' রিভিউ
সিরিজ ‘সল্ট সিটি’ ভাঙাচোরা এক পরিবারের গল্প। বাজপেয়ী পরিবারের গল্প। গৃহকর্তা হরিশ বাজপেয়ী লক্ষ্ণৌ থেকে মুম্বই এসে প্রায় তিরিশ বছর থাকার পরও নিজেকে বহিরাগতই মনে করেন। তাঁর ছোট ছেলে সৌরভ এই সিরিজের প্রধান চরিত্র। সৌরভের চরিত্রে অভিনয় করেছেন দিব্যেন্দু শর্মা।
সিরিজের শুরুতে দিব্যেন্দু শর্মার লুক আর চলাফেরা দেখে দর্শকের ‘ট্রিপলিং’-এর চিতওয়ান মানে অমল পরাশরকে মনে পড়বেই। কিন্তু গল্প যত এগোবে দিব্যেন্দুর চরিত্র ততই মৌলিক হয়ে উঠবে। এই সিরিজে সামাজিক বার্তা দেওয়ারও চেষ্টা করা হয়েছে।
পরিবারের মধ্যে নাবালিকার যৌন হেনস্থা! তার আভাস শুরু থেকে অল্প বিস্তর থাকলেও সিরিজের শেষে গিয়ে তা প্রকাশ্যে আসে। বাকি সিরিজ জুড়ে শুধুই টাকার পেছনে দৌড়োনো বাজপেয়ী পরিবারের দুই ছেলে, তাদের চরম ভোগবাদ, আর হরিশ বাজপেয়ীর বিবাহ বহির্ভূত সম্পর্ক। হরিশ বাজপেয়ী অর্থাৎ পীযূশ মিশ্রর সিরিজের শেষে গিয়ে বোধোদয় হয় যে বিবাহ বহির্ভূত সম্পর্ক অনৈতিক, যা একেবারেই অযৌক্তিক লাগবে দর্শকদের।
আরও পড়ুন: Code M Season 2 Review: সেনাবাহিনীর দুর্নীতির প্রেক্ষাপটে 'কোড এম: সিজন টু'-এর চিত্রনাট্য থেকে অভিনয় কতটা নজর কাড়ল?
নিবেদিতা ভট্টাচার্যর মত একজন অভিনেত্রীকে ব্যবহারই করতে পারলেন না পরিচালক ঋষভ অনুপম সহায়। ধীর গতির এই সিরিজে চরিত্রের বুননের মধ্যেও অনেক ফাঁক থেকে গিয়েছে। সিরিজের নাম 'সল্ট সিটি' হলেও মুম্বইয়ের স্পন্দনটা ধরা পড়ল শুধুই রাতের রাস্তায় তিনজনের উদযাপনে। এই দৃশ্যের পাশাপাশি দর্শকের মনে রয়ে যাবে সৌরভ আর ইলার ভাই-বোনের সম্পর্কের নিখাদ আদান-প্রদান। শহর মুম্বই এই সিরিজেও থেকে গেল শুধুই সি-লিঙ্ক হয়ে, মায়া নগরীর সমুদ্রের নোনাধরা জীবন উপাখ্যান আরও একবার অধরা রইল ওটিটি সিরিজে।