Soumitra Ray: চোখে ব্যান্ডেজ, অপরেশন থিয়েটারে বসেই সৌমিত্র গেয়ে উঠলেন 'কান্দে শুধু মন'
Soumitra Ray's Viral Video: সোশ্যাল মিডিয়ায় যেমন একদিকে ভাইরাল হয়েছে এই ভিডিও, তেমনই অনুরাগীরা উদ্বিগ্ন হয়েছেন সৌমিত্রের স্বাস্থ্যের কথা ভেবেও। অনেকে জানতে চেয়েছেন, ঠিক কী হয়েছে শিল্পীর?
![Soumitra Ray: চোখে ব্যান্ডেজ, অপরেশন থিয়েটারে বসেই সৌমিত্র গেয়ে উঠলেন 'কান্দে শুধু মন' Soumitra Ray: A Video gone Viral in social media of Soumitra Roy, Know why the artist is in hospital Soumitra Ray: চোখে ব্যান্ডেজ, অপরেশন থিয়েটারে বসেই সৌমিত্র গেয়ে উঠলেন 'কান্দে শুধু মন'](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/11/99e726d5ef1be8ab518c6e58ceb828a9168903964900649_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: গান যেন ওষুধ। সারিয়ে দিতে পারে যে কোনও অসুখ, ভাল করে দিতে পারে মন। বারে বারে, বিভিন্ন ঘটনায় যেন এই প্রমাণ পাওয়া গিয়েছে। আর এবার, সোশ্যাল মিডিয়ায় কার্যত ভাইরাল হল আরও এমন একটি ভিডিও। অপরেশন থিয়েটারে বসে, চোখে ব্যান্ডেজ বেঁধেই শিল্পী গেয়ে উঠলেন... 'কান্দে শুধু মন কেন কান্দে রে....'
সদ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এমনই একটি ভিডিও। সেটি শেয়ার করে নেওয়া হয়েছে শিল্পী সৌমিত্র রায়ের (Soumitra Roy)-এর ফেসবুক পেজ থেকে। সেখানে দেখা গেল, হাসপাতালের বিছানায় বসে গান গাইছেন সৌমিত্র নিজেই, তাঁর চোখে ব্যান্ডেজ। কী হয়েছে অভিনেতার? সেই খবরও জানা গেল ফেসবুকের পাতা থেকেই।
বাইপাসের ধারে, বেসরকারি একটি হাসপাতালে সদ্য চোখের ক্যাটারাক্ট অস্ত্রোপচার হয়েছে শিল্পীর। আর সেই অপরেশনের পরেই, একেবারে অপরেশন থিয়েটারে বসে শিল্পী গেয়ে উঠলেন সেই বিখ্যাত নস্ট্যালজিয়ায় মোড়া গান.. 'কান্দে শুধু মন কেন কান্দে রে... যখন সোনালি-রুপালি আলো.. নদীর বুকে বাসা খোঁজে রে...'। শিল্পীর মুখে হাসি, তাঁর সঙ্গে গলা মেলালেন হাসপাতালের চিকিৎসকেরাও।
সোশ্যাল মিডিয়ায় যেমন একদিকে ভাইরাল হয়েছে এই ভিডিও, তেমনই অনুরাগীরা উদ্বিগ্ন হয়েছেন সৌমিত্রের স্বাস্থ্যের কথা ভেবেও। অনেকে জানতে চেয়েছেন, ঠিক কী হয়েছে শিল্পীর? এক অনুরাগীর প্রশ্নে মজা করে সৌমিত্র উত্তর দিয়েছেন, 'বয়স'। অনেকে আবার শিল্পীকে উপদেশ দিয়েছেন চোখের ওপর চাপ পড়ে এমন কোনও কাজ না করার। শিল্পীর গানের প্রতি ভালবাসা বুঝেও অনেকে অনুরোধ করেছেন, 'জানি আপনি গান পাগল মানুষ। কিন্তু চোখে চাপ পড়লে ক্ষতি হবে আপনারই। দ্রুত সুস্থ হয়ে ফিরে আসুন।' অনেকে আবার সঙ্গীতশিল্পীর কথার প্রসঙ্গ ধরে লিখেছেন, 'আপনি চিরতরুণ। আপনার বয়স হচ্ছে মানাই যায় না।'
তবে এই প্রথম নয়, এর আগেও অসুস্থতাকে তুড়ি মেরে উড়িয়ে শিল্পীর গলায় শোনা গিয়েছে সুর। অনুরাগীদের, মানুষদের আবেগে ভাসিয়েছে সেই ভিডিও। উদাহরণ দিতে গিয়ে মনে পড়ে যায় মহীনের ঘোড়াগুলি'-ব্যান্ডের অন্যতম সঙ্গীতশিল্পী তাপস দাস ওরফে তাপস বাপীর কথা। গুরুতর অসুস্থ ছিলেন তিনি। নাকে রাইস টিউব লাগিয়ে তাঁর মঞ্চে গান গাওয়ার ভিডিও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। গত ২৫ জুন প্রয়াত হয়েছেন তিনি। শেষ হয়েছে তাঁর সুর সফর।
সঙ্গীতশিল্পী সৌমিত্র রায়ের দ্রুত আরোগ্য কামনা করে এবিপি লাইভ।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)