Soumya Mukherjee: 'রাপ্পা'-র ভূমিকায় সৌম্য মুখোপাধ্যায়, প্রকাশ্যে কমিক্স নিয়ে তৈরি চরিত্রের প্রথম লুক
Soumya Mukherjee News: সুযোগ বন্দ্যোপাধ্যায় এর কমিক্স নিয়ে কাজ করছেন পরিচালক ধীমান বর্মন ও প্রান্তিক গায়েন
কলকাতা: বড়পর্দায় আসছে 'রাপ্পা রায় ও ফুলস্টপ ডট কম' সেই খবর জানা গিয়েছিল আগেই। ছবির নামভূমিকায় অভিনয় করবেন সৌম্য মুখোপাধ্যায় (Soumya Mukherjee)। আর আজ প্রকাশ্যে এল এই ছবিতে অভিনেতা সৌম্যর প্রথম লুক। সুযোগ বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয় কমিক গল্প থেকে তৈরি হচ্ছে ছবিটি। গোল গলার সাদা টি-শার্ট, উপরে চেকস ফুলহাতা হুডি শার্ট আর জিন্স। এ ভাবেই পর্দায় দেখা যাবে সৌম্যকে। বৃহস্পতিবার প্রথমবার সামনে আসে সৌম্যর এই লুক।
সুযোগ বন্দ্যোপাধ্যায় এর কমিক্স নিয়ে কাজ করছেন পরিচালক ধীমান বর্মন ও প্রান্তিক গায়েন। ছবির নাম, 'রাপ্পা রায় ও ফুলস্টপ ডট কম'। ছবির মুখ্যভূমিকায় দেখা যাবে সৌম্য মুখোপাধ্যায় (Soumya Mukherjee)-কে। অন্যান্য চরিত্রে অভিনয় করছেন, দিব্যেন্দু ভট্টাচার্য, ব্রাত্য বসু, সৌরভ দাস, অলিভিয়া সরকার, দেবাশীষ মন্ডল, প্রান্তিক বন্দ্যোপাধ্যায়, শান্তিলাল মুখার্জি, লিজা গোস্বামী, দেবাশীষ দে, সব্যসাচী মন্ডল, জয়দীপ কুন্ডু, নন্দিনী চট্টোপাধ্যায় ও অন্যান্যরা। ক্রাইম, কমেডি, ফ্যান্টাসি সবকিছু নিয়ে এই ছবি 'রাপ্পা রায় ও ফুলস্টপ ডট কম'। এই ছবির অভিনেতাও বদল হয়েছে।
ছবিতে রাপ্পার চরিত্রে দেখা যাবে অভিনেতা সৌম্য মুখোপাধ্যায় কে। অন্যদিকে গল্পের বিখ্যাত অভিনেত্রী ডলফিন চরিত্রে দেখা যাবে অভিনেত্রী অলিভিয়া সরকার (Alivia Sarkar) -কে। চেঙ্গিসের চরিত্রে অভিনয় করছেন দিব্যেন্দু ভট্টাচার্য ও রাপ্পার বাবার চরিত্রে অভিনয় করছেন শান্তিলাল মুখোপাধ্যায়। পরিচালক ধীমান বর্মন বলছেন, 'রাপ্পা রায় ও ফুলস্টপ ডট কম' নিয়ে কাজ করার ইচ্ছা বহুদিন থেকে ছিল। অনেকটা পরিকল্পনা করে এই ছবি নিয়ে এগোচ্ছি। কমেডি থেকে ফ্যান্টাসি সব কিছুই থাকবে এই ছবিতে। আমরা খুব তাড়াতাড়ি শ্যুটিং শুরু করব। ছবিতে রাপ্পা চরিত্রে সৌম্য মুখোপাধ্যায়কে আশা করছি দর্শকদের ভালো লাগবে।' ছবির সিনেমাটোগ্রাফি করছেন সৌরভ বন্দ্যোপাধ্যায়, মিউজিকের দ্বায়িত্বে রয়েছেন সমিধ মুখোপাধ্যায়। ছবির শ্যুটিং হবে কলকাতা শহরে ও কলকাতার বাইরে। খুব তাড়াতাড়ি ছবির শ্যুটিং শুরু হবে। "ধীমান বর্মন প্রোডাকশন" এর ব্যানারে মুক্তি পাবে এই ছবি 'রাপ্পা রায় ও ফুলস্টপ ডট কম'।
ছবিটি নিয়ে পরিচালক ধীমান বর্মন বলছেন, 'রাপ্পা রায় ও ফুলস্টপ ডট কম নিয়ে কাজ করার ইচ্ছা বহুদিন থেকেই ছিল। অনেক পরিকল্পনা করে এই ছবি নিয়ে এগোচ্ছি। কমেডি থেকে ফ্যান্টাসি সব কিছু থাকবে এই ছবিতে। আমরা খুব তাড়াতাড়ি শ্যুটিং শুরু করব। ছবিতে রাপ্পা চরিত্রে সৌম্য মুখোপাধ্যায় কে আশা করছি দর্শকদের ভালো লাগবে'
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।