Srabanti on Gehraiyaan: 'অবশ্যই দেখা উচিত', 'গহেরাইয়াঁ' দেখে আপ্লুত শ্রাবন্তী
Srabanti on Gehraiyaan: মুক্তির খানিক আগেই সোশ্যাল মিডিয়ায় ছবির বাকি কলাকুশলীদের সঙ্গে একটি ছবি ভাগ করে নেন খোদ দীপিকা। লেখেন, ''গহেরাইয়াঁ', আমাদের ভালবাসার ফল, এখন অ্যামাজন প্রাইমে দেখা যাচ্ছে।'
কলকাতা: আজই মুক্তি পেয়েছে বহু প্রতীক্ষিত ছবি 'গহেরাইয়াঁ' (Gehraiyaan)। শকুন বাত্রা (Shakun Batra) পরিচালিত, দীপিকা পাড়ুকোন, সিদ্ধান্ত চতুর্বেদী, অনন্যা পান্ডে এবং ধৈর্য্য কারওয়া (Deepika Padukone, Siddhant Chaturvedi, Ananya Panday, and Dhairya Karwa) অভিনীত ছবিটি আজ থেকেই দেখা যাচ্ছে অ্যামাজন প্রাইমে। ইতিমধ্যেই অনেকে দেখে ফেলেছেন সিনেমাটি। সোশ্যাল মিডিয়ায় আসতে শুরু করেছে মিশ্র প্রতিক্রিয়া। ট্যুইট করে প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলা সিনেমা জগতের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ও (Srabanti)।
'গহেরাইয়াঁ' দেখে যে বেশ আপ্লুত অভিনেত্রী শ্রাবন্তী তা তাঁর পোস্টেই স্পষ্ট। নিজের ট্যুইটারে এদিন পোস্ট করে অভিনেত্রী লেখেন, 'আমি ভারতীয় চলচ্চিত্র জগতের একটি অংশ হতে পেরে অত্যন্ত গর্বিত যেখানে গহেরাইয়াঁর মতো মাস্টার পিস প্রতিভাবান এবং নবীন পরিচালক এবং অভিনেতাদের দ্বারা তৈরি হয়। তাঁদের দুর্দান্ত প্রচেষ্টার জন্য শকুন এবং দীপিকাকে বিশেষ ধন্যবাদ... গহেরাইয়াঁ - অবশ্যই দেখা উচিত।'
I’m proud to be a part of the Indian film fraternity where masterpieces like GEHRAYIAAN are being made by the very talented and upcoming director and actors.special shout-out to SHAKUN and DEEPIKA for their amazing efforts…
— Srabanti (@srabantismile) February 10, 2022
GEHRAYIAAN — must watch. @deepikapadukone @shakunbatra
মুক্তির খানিক আগেই সোশ্যাল মিডিয়ায় ছবির বাকি কলাকুশলীদের সঙ্গে একটি ছবি ভাগ করে নেন খোদ দীপিকা। সেখানে তিনি লেখেন, ''গহেরাইয়াঁ', আমাদের ভালবাসার ফল, এখন অ্যামাজন প্রাইমে দেখা যাচ্ছে। ছবিতে দেখা অনন্যা পাণ্ডে সহ অন্যান্য অভিনেতা অভিনেত্রীদের। দীপিকার মুখে হাসি আর উচ্ছ্বাস। সাফল্যের উচ্ছ্বাস বাকি কলাকুশলীদের মুখেও।
আরও পড়ুন: Shaktimaan: বড় পর্দায় 'শক্তিমান', মুখ্য চরিত্রে থাকছেন এই সুপারস্টার
ইতিমধ্যেই দর্শকদের মধ্যে সাড়া ফেলেছে 'গহেরাইয়াঁ'-র গান। সদ্য মুক্তি পেয়েছে ছবির নতুন গান 'বেকাবু'। গানটি লিখেছেন কৌসর মুনির। সুর দিয়েছেন সভেরা এবং ওফ। গানটি গেয়েছেল শাল্মলী খোলগড়ে এবং সভেরা।