Sreelekha Mitra: বুর্জ খলিফায় শ্রীলেখা মিত্র, দেখুন ভিডিও
দুবাই যাবেন আর বিশ্বের সবথেকে উঁচু বাড়ি বুর্জ খলিফায় (Burj Khalifa) যাবেন না, তা আবার হয় নাকি। চাই দুবাই গিয়ে শ্রীলেখা মিত্রও (Sreelekha Mitra) পাড়ি দিলেন বুর্জ খলিফার উদ্দেশে।
![Sreelekha Mitra: বুর্জ খলিফায় শ্রীলেখা মিত্র, দেখুন ভিডিও Sreelekha Mitra visited burj khalifa, see photo and video Sreelekha Mitra: বুর্জ খলিফায় শ্রীলেখা মিত্র, দেখুন ভিডিও](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/12/19/bbd33d402b84c0f705c83b213b432e2b_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: সম্প্রতি বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে দুবাই গিয়েছেন বাংলা জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra)। সেখানে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছেন অভিনেত্রী। আর দুবাই গিয়ে তিনি কী কী করছেন, কোথায় যাচ্ছেন, কী খাচ্ছেন সমস্ত কিছু আপডেট দিতে থাকেন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে। সোশ্যাল মিডিয়ায় যে তিনি খুবই সক্রিয় থাকেন, তা অজানা নয় অনুরাগীদের। তাই দুবাই গিয়ে তিনি কী করছেন, তা জানার জন্য শ্রীলেখা মিত্রের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে চোখ থাকে অনুরাগীদের। তাই সেখান থেকেই অনুরাগীদের সঙ্গে শেয়ার করে নিচ্ছেন নানা কর্মকাণ্ডের ছবি ও ভিডিও।
দুবাই যাবেন আর বিশ্বের সবথেকে উঁচু বাড়ি বুর্জ খলিফায় (Burj Khalifa) যাবেন না, তা আবার হয় নাকি। চাই দুবাই গিয়ে শ্রীলেখা মিত্রও পাড়ি দিলেন বুর্জ খলিফার উদ্দেশে। শুধু নিজে ভ্রমণ করলেন না। সঙ্গে অনুরাগীদের জন্যও বিশেষ, ভিডিও শেয়ার করলেন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে। অভিনেত্রীর পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে গোলাপি টপ ও হট প্যান্টে বুর্জ খলিফায় প্রায় পাখির মতো উড়ে বেড়াচ্ছেন অভিনেত্রী। বিশ্বের সবথেকে উঁচু বাড়িতে তিনি যে খুবই উপভোগ করছেন, তা তাঁর বডি ল্যাঙ্গুয়েজেই প্রমাণিত।
শুধু ভিডিও নয়, বুর্জ খলিফা থেকে একটি বিশেষ ছবিও পোস্ট করেছেন শ্রীলেখা মিত্র। অভিনেত্রী পোস্ট করা ছবি দেখে তাঁকে ফিনিক্স পাখির সঙ্গে তুলনা করেছেন নেট নাগরিকরা। কোনও নেট নাগরিক কমেন্টে লিখেছেন, 'শ্রীলেখা ম্যাম, এই ডানাদুটো আপনাকে বহন করার জন্য খুবই ছোট'। আবার কোনও অনুরাগী লিখেছেন, 'আপনি মুক্ত বিহঙ্গের মতো।' বুর্জ খলিফায় অভিনেত্রীর এমন ছবি দেখে ভালোবাসা ও শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন নেট নাগরিকরা।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)