Sreemoyee Chattoraj: নীলষষ্ঠীতে উপোস রেখে মেয়ের মঙ্গল কামনা, প্রথমবার একরত্তির ছবি প্রকাশ্যে আনলেন শ্রীময়ী চট্টরাজ
Sreemoyee Chattoraj Child Photo: সোশ্যাল মিডিয়ায় শ্রীময়ী একগুচ্ছ ছবি শেয়ার করে নিয়েছেন। একটি নীল শাড়িতে সেজেছেন তিনি। সঙ্গে রয়েছে ছোট্ট কৃষভির ছবিও।

কলকাতা: নতুন বিয়ে আর তারপরেই মাতৃত্ব। ব্যক্তিগত জীবনের অন্যতম সেরা সময়টাই কাটাচ্ছেন অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ (Sreemoyee Chottoraj)। পছন্দের মানুষকে বিয়ে করা আর তারপরে কোল আলো করে আসা ছোট্ট শিশুকন্য়া সব মিলিয়ে ব্যক্তিগত জীবন নিয়ে এখন ভীষণ খুশি তিনি। অন্যদিকে মাতৃত্বকালীন বিরতি কাটানোর পরে কাজেও ফিরেছেন শ্রীময়ী। খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে তাঁর নতুন ধারাবাহিকের শ্যুটিং। সেখানে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে শ্রীময়ীকে। তবে আপাতত বাড়িতেই সময় কাটছে তাঁর। আর আজ নীলষষ্ঠী। রীতি অনুযায়ী, সন্তানের মঙ্গল কামনায় এদিন উপোস করে পুজো দেন মায়েরা। এই বছর মা হয়েছেন শ্রীময়ী। সেই কারণে নীলষষ্ঠীর উপোস রাখলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিলেন সেই সমস্ত ছবি।
সোশ্যাল মিডিয়ায় শ্রীময়ী একগুচ্ছ ছবি শেয়ার করে নিয়েছেন। একটি নীল শাড়িতে সেজেছেন তিনি। সঙ্গে রয়েছে ছোট্ট কৃষভির ছবিও। তবে তাঁর মুথ স্পষ্ট নয়। শ্রীময়ী ও তাঁর স্বামী কাঞ্চন মল্লিক (Kanchan Mallick) বিভিন্ন পুজোর দিনে বাড়িতেই আয়োজন করেন পুজোর। বিশেষ বিশেষ দিনে বাড়িতেই পুজো দেন তাঁরা। তবে বিশেষ এই দিনটিতে মন্দিরে গিয়েছিলেন শ্রীময়ী। শিবের আরাধানা করেছেন তিনি। মঙ্গলকামনাও করেছেন একরত্তি কন্যার জন্য। সোশ্যাল মিডিয়ায় সেই সমস্ত ছবি শেয়ার করে নিয়ে শ্রীময়ী লিখছেন, 'প্রথমবার নীল ষষ্ঠীর উপোস করে নীল ষষ্ঠী পালন করলাম। আর সঙ্গে আমার নিজের ষষ্ঠী। হর হর মহাদেব'
এর আগে, এবিপি লাইভ শ্রীময়ীর কাছে প্রশ্ন রেখেছিল তাঁর ধারাবাহিকে ফেরার পরিকল্পনা নিয়ে। মেয়ে কৃষভির বয়স হয়ে গিয়েছে চার মাস। এতদিন শ্রীময়ীই কৃষভিকে ঘিরে ছিলেন। বাড়িতেই একরত্তির সঙ্গে সময় কাটছিল তাঁর। তবে এবিপি লাইভ বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে শ্রীময়ী জানিয়েছিলেন, তাঁর কাজে ফেরার পরিকল্পনা রয়েছে। সেই সময়ে শ্রীময়ী বলেছিলেন, 'কৃষভি আসলে দিনে ঘুমায়, রাতে জাগে। তাই ওর জন্য আমাকেও রাতে জেগে থাকতে হয়। সেই রুটিনটা বদলাতে হবে কাজে যোগ দিলে। মায়ের কাছেই বেশিরভাগ সময়টা থাকে কৃষভি। তবে ওকে ছেড়ে কাজে যেতে হবে ভাবলেই মন কেমন করছে। আমার মা বলে, ও আমার পুতুল। ওকে ঘুম থেকে উঠিয়ে আদর করি, চটকাই। খুব বিরক্ত হয়। মা বলে, ও নাকি আমার থেকে জেদটা পেয়েছে। কিছু চাই তো চাই। অথচ দেখতে হয়েছে বাবার মতো। বাইরে কাজে গেলেও, ওর দিকেই মন পড়ে থাকবে। ও হয়তো বলতে পারবে না, কিন্তু ও আমাকেও মিস করবে।'
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
