Sreemoyee-Kanchan: লাল বেনারসিতে সাবেকি বিয়ে, আর তারপরেই 'বড় সিদ্ধান্ত' নিলেন শ্রীময়ী!
Sreemoyee-Kanchan Marriage: বাসরঘরে জমিয়ে নাচগান করেছেন শ্রীময়ী ও তার বন্ধুরা.. যোগ দিয়েছিলেন কাঞ্চনও

কলকাতা: সাত পাকে বাঁধা পড়েছেন প্রেমিকার সঙ্গে, পরিণতি পেয়েছে ভালবাসা। জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন কাঞ্চন মল্লিক (Kanchan Mallick) ও শ্রীময়ী চট্টরাজ (Sreemoyee Chottoraj)। শনিবার, কলকাতায় বাঙালি রীতি মেনে সাত পাকে বাঁধা পড়েছেন তাঁরা। আর বিয়ের পরের দিনই বড় সিদ্ধান্ত নিলেন নববধূ! সেটা কী?
বিয়ের পরেরদিনই সোশ্যাল মিডিয়ায় নিজের নাম বদলে ফেলেছেন শ্রীময়ী। নিজের চট্টরাজ পদবির সঙ্গে তিনি জুড়ে নিয়েছেন মল্লিক অর্থাৎ কাঞ্চনের পদবিও। সেই সঙ্গে, ইনস্টাগ্রাম অ্যাবাউটে তিনি নিজের অভিনেত্রী পরিচয়ের সঙ্গে জুড়ে নিয়েছেন মিসেস মল্লিক (Mrs.Mullick) কথাটিও। অর্থাৎ, কাঞ্চনের সঙ্গে বিয়েতে তিনি যে কতটা খুশি, তাই যেন প্রমাণ পাচ্ছে শ্রীময়ীর প্রতিটি কাজে।
বাসরঘরে জমিয়ে নাচগান করেছেন শ্রীময়ী ও তার বন্ধুরা.. যোগ দিয়েছিলেন কাঞ্চনও। চলে দেদার রিলস বানানো, মজাদার সব খেলা। সব মিলিয়ে দুর্দান্ত মজায় কাটে গোটা রাতই। আজ কালরাত্রি। সকালে নিয়মমাফিক কনকাঞ্জলি দিয়ে, বাবার বাড়ি ছেলে শ্বশুরবাড়ি গিয়েছেন শ্রীময়ী। তবে আজ দিনটা নিয়ম মেনে মুখ দেখাদেখি বন্ধ কাঞ্চনের সঙ্গে তাঁর। আগামীকাল রীতি মেনে হবে বৌভাত ও ফুলসজ্জা।
সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েকটি দফায় বিভিন্ন ছবিই শেয়ার করে নিয়েছেন শ্রীময়ী। এক্কেবারে সাবেক পদ্ধতিতে বিয়ে সেরেছেন তাঁরা। এখনকার রীতি মেনে, গায়ে হলুদ করেছেন একসঙ্গেই। সকালে লাল পাড় সাদা শাড়ি, টোপরে বিয়ের সকালের অনুষ্ঠান করেন শ্রীময়ী। এরপরে তৃণমূল বিধায়ক অভিনেতার সঙ্গে, একসঙ্গেই গায়ে হলুদ। সন্ধেবেলা শ্রীময়ী সেজেছিলেন এক্কেবারে সাবেকি সাজে। লালের ওপর সোনালি জরি কাজের বেনারসি, মাথায় মুকুট। আর কাঞ্চনকেও দেখা গেল বরবেশে।
একেবারে সাবেকি প্রথায় বিয়ে করেছেন কাঞ্চন-শ্রীময়ী। বিয়ের সাজের পরিকল্পনাও ছিল শ্রীময়ীর নিজেরই। বিয়ের পরে, বাসরে দেদার মজা শ্রীময়ী আর তার বন্ধুবান্ধবদের। সঙ্গী হলেন কাঞ্চনও। চলল একের পর এক রিল বানানো। বয়সের ফারাককে থোড়াই কেয়ার করেই সবার সঙ্গে মাতলেন কাঞ্চন। আর বিয়ের আসরেই, আনন্দে নতুন বউ কোলে তুলে নিয়েছিলেন বরকেও! শ্রীময়ীর আচমকা এই ব্যবহারে চমকে যান খোদ কাঞ্চনও। একেবারে জিভ কেটে বসেন। সবাই অবশ্য গোটা বিষয়টায় বেশ মজা পান। এমনকি শ্রীময়ীও। বাসরঘরে চলল 'প্রীটি ওম্যান' থেকে শুরু করে 'বোলে চুড়িয়া' তে রিল বানানো।
View this post on Instagram
আরও পড়ুন: Kanchan-Sreemoyee Marriage: প্রথা মেনে বিয়ে-সিঁদুরদান.. বাসরে কাঞ্চনকে কোলে তুলে নিয়েছিলেন শ্রীময়ী!
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।






















