Subha Bijoya: একান্নবর্তী পরিবারের পুজো ঘিরে গল্প বলবেন চূর্ণী, কৌশিক, বনি, কৌশানিরা
Subha Bijoya: আজ প্রকাশ পাওয়া টিজারে প্রকাশ্যে এল প্রত্যেক চরিত্রের লুক। তবে সেখানে বিভিন্ন মেজাজ, বিভিন্ন আবেগ, অনুভূতি, অভিমান
কলকাতা: দেবীপক্ষের সূচনা হয়ে গিয়েছে । আকাশে পেঁজা তুলোর মতো মেঘ জানান দিচ্ছে, শরৎ এসে গিয়েছে । আর দেবীপক্ষের সূচনাতেই প্রকাশ্যে এল শুভ বিজয়া (Subha Bijoya) ছবির টিজার । পরিচালক রোহন সেন (Rohan Sen)-এর নতুন ছবি 'শুভ বিজয়া'-তে দেখা যাবে কৌশিক গঙ্গোপাধ্যায় (Kaushik Ganguly), চূর্ণী গঙ্গোপাধ্যায় (Churni Ganguly), বনি সেনগুপ্ত (Bonny Sengupta) ও কৌশানী মুখোপাধ্যায় (Koushani Mukherjee)। এছাড়াও এই ছবিতে গুরুত্বপূর্ণ ছবিতে অভিনয় করছেন মানসী সিংহ (Manashi Sinha), অমৃতা দে (Amrita Day) । ও দেবতনু (Devtanu) ।
আজ প্রকাশ পাওয়া টিজারে প্রকাশ্যে এল প্রত্যেক চরিত্রের লুক । তবে সেখানে বিভিন্ন মেজাজ, বিভিন্ন আবেগ, অনুভূতি, অভিমান । সোশ্যাল মিডিয়ায় এই টিজার শেয়ার করে নেওয়া হয়েছে আজই । এই ছবি মুক্তি পাওয়ার কথা কালীপুজোর সময় ।
আরও পড়ুন: Prosenjit Rituparna: কবে বিয়ে প্রসেনজিৎ-ঋতুপর্ণার? জানা যাবে আগামীকাল
ছবির ঘোষণার পর সাংবাদিক সম্মেলনে অভিনেতা বনি বলেছিলেন, 'অনেকের ধারণা থাকে, কিছু অভিনেতা কমার্শিয়াল ছবিতে কাজ করছেন আর কিছু অভিনেতা অন্য ধারার ছবিতে, এমনভাবে বিভক্ত করে ফেলা হয় । এই ছবিতে খুব সার্থক মেলবন্ধন ঘটানো হয়েছে । আশা করি ছবিতে খুব ভালো কাজ করবে এই দুই জুটি । বিজয়াতে সবার মন খারাপ হয় কিন্তু এই 'বিজয়া' মন ভাল করে দেবে ।'
এই ছবির গল্প পারিবারিক। পরিচালকের দাবি, সম্পর্কের টানাপোড়েন ও মানুষের অভিব্যক্তিই এই ছবির প্রানকেন্দ্র।
View this post on Instagram