Subhasree Ganguly: 'সাধে-আহ্লাদে...' নতুন সদস্যের জন্য অধীর অপেক্ষা শুভশ্রীর
Subhasree Ganguly News: সোশ্যাল মিডিয়ায় আজ একগুচ্ছ ছবি শেয়ার করে নিয়েছেন শুভশ্রী। ঘরোয়াভাবেই সাধ পালন করেছেন তাঁর পরিবার
কলকাতা: অধীর আগ্রহে অপেক্ষা করছেন সন্তানের.. ৯ মাসের সাধ হল অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের (Subhasree Ganguly)। সাদা ঢাকাই আর মাথা ভরা সিঁদুরে সাজলেন অভিনেত্রী, তাঁর পাতে রইল কী কী?
সোশ্যাল মিডিয়ায় আজ একগুচ্ছ ছবি শেয়ার করে নিয়েছেন শুভশ্রী। ঘরোয়াভাবেই সাধ পালন করেছেন তাঁর পরিবার। সাদা ঢাকাইয়ের সঙ্গে লাল ব্লাউজ পরেছিলেন তিনি। আলগা করে বাঁধা চুলের সঙ্গে ছিল আলগা গয়না। মুখে চোখে মাতৃত্বের আভা। সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি শেয়ার করে শুভশ্রী লিখেছেন, 'খুব আদরের...'। বোঝাই যাচ্ছে, হবু মাকে পরিবারের সবাই ভীষণ যত্নে রেখেছে আর তাই নিয়ে খুশি অভিনেত্রীও।
চিরকালই রাজ চক্রবর্তীর পরিবারের সঙ্গে মিলেমিশে থাকেন শুভশ্রী। কাজের মায়ের সঙ্গে শুভশ্রীর সম্পর্ক মা-মেয়ের মতোই। এই কথা বারে বারেই বলেছেন রাজ। শুধু তাই নয়, সোশ্যাল মিডিয়ায় মাঝে মাঝেই রাজ শেয়ার করে নেন শুভশ্রী ও তাঁর মায়ের একসঙ্গে ছবি। আজ শুভশ্রীকে দেখা গেল সাধের সমস্ত নিয়ম নিতি মেনে চলছে। তাঁর খাবার জন্যও এলাহি আয়োজন করা হয়েছিল। সেখানে ছিল ভাত, পোলাও, মাছের মাথা থেকে শুরু করে বিভিন্ন সুস্বাদু তরকারি ও মিষ্টি।
অন্তঃসত্ত্বা অবস্থাতেই সদ্য নিজের জন্মদিন পালন করেছিলেন শুভশ্রী। দ্বিতীয় সন্তানকে সময় দেওয়ার জন্যই একাধিক ছবির অফার ছেড়েছেন শুভশ্রী। ছোটপর্দার নাচের অনুষ্ঠানে তিনি বিচারকের ভূমিকা পালন করলেও শ্যুটিংয়ের সময় সাবধানতা অবলম্বন করছিলেন তিনি। পুজোর সময় আবাসনের পুজোতেই ছিলেন অভিনেত্রী। এই সময়টা হয় রাজের গ্রামের বাড়ি হালিশহর অথবা বাপের বাড়িতে সময় কাটান শুভশ্রী। তবে এই বছর সেই সমস্ত পরিকল্পনাই বাতিল করেছেন শুভশ্রী। পরিবারের সবার সঙ্গেই সময় কাটিয়েছিলেন তিনি। তবে যোগ দিয়েছিলেন সিঁদুর খেলা সহ অন্যান্য উপাচারেও।
প্রথমবার মা হওয়ার সময় শুভশ্রী হামেশাই শেয়ার করে নিতেন নিয়ম ভাঙার ছবি। কখনও তিনি ফ্রিজ থেকে বের করে খাবার খাচ্ছেন মধ্যরাতে, কখনও আবার সময় কাটাচ্ছেন বিশ্রাম নিয়েই। তবে দ্বিতীয়বার মা হওয়ার আগে শরীরচর্চায় ফাঁকি দিচ্ছেন না অভিনেত্রী। সদ্য প্রকাশ্যে এসেছিল, অন্তঃসত্ত্বা অবস্থায় তাঁর শরীরচর্চার দৃশ্য। সেই ছবি নিয়ে অবশ্য কটাক্ষের শিকারও হয়েছিলেন অভিনেত্রী। সেই সমস্ত কটাক্ষতে কান দেওয়ার এখন সময় নেই অভিনেত্রীর। দ্বিতীয় সন্তানের আগমনের জন্য অধীরভাবে অপেক্ষা করছেন শুভশ্রী ও রাজ।
View this post on Instagram
আরও পড়ুন: Web Series: সম্পর্কের টানাপোড়েন নাকি সুখী দাম্পত্য, কী চলছে ইশার 'অন্তরমহল'-এ?