Subhasree Ganguly: হাসপাতালের পোশাক, চোখে মোটা ফ্রেমের চশমা... দ্বিতীয়বার মা হওয়ার পরে কী অনুভূতি শুভশ্রীর?
Subhasree Ganguly Update: ৩০ নভেম্বর মা হয়েছেন শুভশ্রী, বাবা হয়েছেন রাজ। কোলে এসেছে কন্যাসন্তান
কলকাতা: কন্যাসন্তানের মা হয়েছেন তিনি.. এখনও রয়েছেন হাসপাতালে। সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার বন্যা... ভালবাসা সমস্ত কিছুকে ধন্যবাদ জানানোর এখনও সঠিকভাবে সুযোগ পাননি তিনি। আর তাই, হাসপাতালে বসেই সোশ্যাল মিডিয়ায় সবাইকে ধন্যবাদ জানালেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhasree Ganguly)। মা হওয়ার পরে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করলেন তিনি।
৩০ নভেম্বর মা হয়েছেন শুভশ্রী, বাবা হয়েছেন রাজ। কোলে এসেছে কন্যাসন্তান। তারকা দম্পতি খুদের নাম রেখেছেন ইয়ালিনি। জুন মাসের ২৭ তারিখ দ্বিতীয় সন্তান আগমনের সুখবর দেন টলিউডের তারকা দম্পতি। পোস্টেই লেখা হয় পদোন্নতি হল খুদে ইউভানের (Yuvaan)। বড় দাদার ভূমিকা পালন করতে হবে এবার তাকে। এরপর ৩০ নভেম্বর সুখবর। ঠিক যেমনটা চেয়েছিলেন শুভশ্রী, কন্যাসন্তানের মা হলেন তিনি।
৩০ নভেম্বর সকালে, একটি পোস্ট করেছিলেন রাজ ও শুভশ্রী দুজনেই। পোশাক ও মুখে আনন্দ দেখে বোঝাই যাচ্ছিল তাঁরা বাড়ির নতুন সদস্যকে আনতে যাচ্ছেন। এরপর বৃহস্পতিবার দুপুরের দিকে নিজের এক্স (পূর্ববর্তী ট্যুইটার) হ্যান্ডলে সুখবর দিলেন তারকা পরিচালক রাজ চক্রবর্তী। তিনি লেখেন, 'আমাদের বাড়িতে আশীর্বাদ
স্বরূপ এসেছে মিষ্টি ভালবাসা। আমরা প্রচণ্ড আনন্দিত। আমাদের ছোট্ট রাজকুমারীর জন্য শুধুমাত্র ভালবাসা ও আশীর্বাদ চাই।' সকালের পোস্টে শুভেচ্ছা জানান শ্রাবন্তী চট্টোপাধ্যায়, ফলক রশিদ রায়, দেবলীনা কুমার প্রমুখ।
'রাজকুমারী'-র নাম রাখা হয়েছে ইয়ালিনি। এই নামের অর্থ সরস্বতী ও বা শ্বেতশুভ্র। আজ সোশ্যাল মিডিয়ায় শুভশ্রী লিখেছেন, 'যাঁরা আমায় শুভেচ্ছা জানিয়েছেন, তাঁদের প্রত্যেককে আমি আলাদা করে ধন্যবাদ জানাতে পারিনি। আমি প্রত্যেকের ভালবাসায়, শুভেচ্ছায় অভিভূত, উচ্ছ্বসিত। নিজেকে ধন্য বলে মনে হচ্ছে।' এই লেখার সঙ্গে সোশ্যাল মিডিয়ায় নিজের একটি ছবি পোস্ট করেছেন তিনি। হাসপাতালের পোশাক, চোখে মোটা ফ্রেমের চশমা।
২০১৮ সালের মে মাসে রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের বিয়ে হয়। এলাহি আয়োজন ও অনুষ্ঠানে ধুমধাম করে সাত পাকে বাঁধা পড়েন পরিচালক ও নায়িকা। এরপর ২০২০ সালের ১২ সেপ্টেম্বর দম্পতির কোল আলো করে আসে পুচকে ইউভান। খুদেকে ঘিরেই দম্পতির দুনিয়া। তার বিভিন্ন মুহূর্তের ছবি ও ভিডিও অনুরাগীদের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নেন অভিনেত্রী। এবার তিনি কিছুদিন ব্যস্ত থাকবেন মেয়েকে নিয়ে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।