Sudip and Pritha: 'মজা করতে গিয়েছিল পৃথা, বুঝতে পারেনি', বিচ্ছেদের জল্পনা উড়িয়ে দিলেন সুদীপ
Sudip Mukherjee News: শনিবার নিজের সোশ্যাল মিডিয়ায় তাঁর আর সুদীপের একটি ছবি শেয়ার করে নিয়েছেন পৃথা। লিখেছেন, আমি আর সুদীপ মুখোপাধ্যায় আর একসঙ্গে নেই।

কলকাতা: একটা পোস্ট দেখে আকাশ থেকে পড়েছিল সোশ্যাল মিডিয়া। তারপরেই সেই খবর জায়গা করে নিয়েছিল খবরের শিরোনামে। বেশ সুখের সংসারই তো ছিল তাঁদের, কী হল হঠাৎ? বিচ্ছেদ হয়ে যাচ্ছে অভিনেতা সুদীপ মুখোপাধ্যায়ের (Sudip Mukherjee) ও নৃত্যশিল্পী পৃথা চক্রবর্তীর (Pritha Chakraborty)! প্রায় ১০ বছরের সুখী দাম্পত্য তাঁদের। হঠাৎ এমন কি হল যে পৃথা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানালেন, তিনি ও সুদীপ আলাদা হয়ে যাচ্ছেন? আর এবার এই বিষয়ে মুখ খুললেন সুদীপ।
শনিবার নিজের সোশ্যাল মিডিয়ায় তাঁর আর সুদীপের একটি ছবি শেয়ার করে নিয়েছেন পৃথা। লিখেছেন, আমি আর সুদীপ মুখোপাধ্যায় আর একসঙ্গে নেই। আমাদের আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ হয়ে গিয়েছে। তবে আমরা চিরকাল বন্ধু থাকব।' এই পোস্ট সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই তোলপাড়। এরপরেই প্রত্যেকেই ফোন করে পৃথা ও সুদীপের কাছে জানতে চান, আসলে বিষয়টি কী ঘটেছে? প্রথমটা বিষয়টা নিয়ে তিনি কিছু জানেন না বললেও, অবশেষে একটি ভিডিওবার্তার মাধ্য়মে গোটা বিষয়টা প্রকাশ্যে এনেছেন সুদীপ।
সুদীপ একটি ভিডিওবার্তার মাধ্যমে জানিয়েছেন, গোটা বিষয়টাই একেবারে ভুয়ো। পৃথা বিষয়টা নিয়ে একটু মজা করতে গিয়েছিলেন মাত্র। কিন্তু বিষয়টি যে এতটা গুরুতর হয়ে যাবে, তা পৃথা ধারণা করেননি নিজেও। চারিদিকে এত বিচ্ছেদের খবর শুনে, পৃথা মনে করেছিলেন যদি তাঁদের নিয়ে এই ধরণের খবর রটে, তাহলে কী হবে। তা পরখ করতেই এই ধরণের পোস্ট করেছিলেন পৃথা। তা যে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলে দেবে তা বুঝতে পারেননি তিনি। অন্যদিকে ঘটনার বিন্দুবিসর্গ ও জানতেন না সুদীপ। তিনি শ্যুটিংয়ের জন্য বাইরে ছিলেন। প্রচুর ফোন পেয়ে তিনি অবাক হয়ে যান ও ফোন বন্ধ করে দেন। বাড়ি ফিরে তিনি গোটা ঘটনাটা জানতে পারেন, দেখেন কী পোস্ট হয়েছে ও তখন তাঁর কাছে সবটা পরিষ্কার হয়।
সুদীপের দাবি, তিনি ও পৃথা একসঙ্গে রয়েছেন। আগের মতোই সুখী দাম্পত্য তাঁদের। মিউচুয়াল বিচ্ছেদের যে খবর রটে গিয়েছিল, তা একেবারেই ভুয়ো। পৃথা এই বিষয়টা নিয়ে মজা করতে গিয়েছিলেন। পৃথার এই মজার ধরণ দেখে অবশ্য আকাশ থেকে পড়েছেন অনেকেই। অনেকেই ক্ষুদ্ধ যে মজা করার এটা কোনও বিষয় ছিল না। অনুরাগীরা খবরটাকে সত্যি বলেই ভেবে নিয়েছিলেন ও অবাক হয়েছিলেন।






















