এক্সপ্লোর
বিদেশে পুরুষবন্ধুর সঙ্গে ছবি তুলে পোস্ট করলেন সুহানা খান, কে তিনি? জল্পনা
নিউ ইয়র্ক ইউনিভার্সিটিতে ফিল্ম মেকিং-এর উপর পড়াশুনা করছেন। নতুন জায়গায় শাহরুখ কন্যা যে বেশ আনন্দেই আছেন, প্রমাণ করছে সোশ্যাল মিডিয়ায় তাঁর একের পর এক ছবি।

বলিউডের তারকারা তো বটেই, তাঁদের সন্তানরাও অনেক সময় প্রচারের আলোয় চলে আসেন। আর এক্ষেত্রে সবচেয়ে বেশি নজরে আসেন শাহরুখ খানের মেয়ে সুহানা খান। বলিউডে তাঁর অভিষেক নিয়ে এখনও কোনও পাকা কথা জানা যায়নি। কিন্তু এরইমধ্যে সুহানার অনুরাগীর সংখ্যাটা কিন্তু প্রচুর। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই তাঁর কয়েকটি ফ্যান পেজ রয়েছে। এগুলির মাধ্যমে সুহানার আপডেট সম্পর্কে তাঁর অনুরাগীদের জানানো হয়। (Photo Credit: @suhanakhanoffcial Instagram)
মুম্বই: নেটিজেনদের কাছে সবসময়ই জনপ্রিয় শাহরুখ কন্যা সুহানা। তাঁর আসা-যাওয়া, ওঠা-বসার উপর আলোকচিত্রীদের নজর সর্বদা। সম্প্রতি মুক্তি পেয়েছে সুহানা খান অভিনীত শর্ট ফিল্ম 'দ্য গ্রে পার্ট অফ ব্লু', ছবিটি পরিচালনা করেছেন থিওডর গিমেনো। ছবিটির টিজার মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গেই বেশ নজর কেড়েছে। সুহানা এখন নিউ ইয়র্ক ইউনিভার্সিটিতে ফিল্ম মেকিং-এর উপর পড়াশুনা করছেন। নতুন জায়গায় শাহরুখ কন্যা যে বেশ আনন্দেই আছেন, প্রমাণ করছে সোশ্যাল মিডিয়ায় তাঁর একের পর এক ছবি। এইসব ছবির মধ্যে সবথেকে বেশি নজর কেড়েছে যে ছবিটি, সেটি হল এক পুরুষবন্ধুর সঙ্গে সুহানার ছবি। কে এই বন্ধু? তাঁর সঙ্গে শাহরুখ-কন্যার রসায়নটাই বা কেমন, তাই নিয়ে চলছে জল্পনা।
গত সপ্তাহেই সুহানার শর্ট ফিল্মের টিজার প্রকাশ্যে আসে। প্রায় সঙ্গে সঙ্গে শুরু হয়ে যায় তাঁর আর শাহরুখের তুল্যমূল্য বিচার। ছবিটির মুক্তির দিন এখনও স্থির হয়নি বলে জানিয়েছেন, পরিচালক।
মেয়ের অভিনয়ে আসার বিষয়ে কথা বলতে গিয়ে শাহরুখ বলেন, ছবি করার জন্য একটা ন্যূনতম স্নাতক হতে হয়। তিনি মেয়েকে বলেছেন, 'যাও, থিয়েটার কর, পড়াশুনা শেষ কর, তারপর অভিনয় নিয়ে দু'বছর পড়াশুনা কর।' দেখুন, নিউইয়র্ক ইউনিভার্সিটিতে শাহরুখ কন্যার কিছু ছবি।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















