Gadar: Ek Prem Katha: ফের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে 'গদর: এক প্রেম কথা'! কবে?
Bollywood Updates: কিছুদিন আগেই ঘোষণা হয় যে, জনপ্রিয় এই ছবির সিক্যুয়েল 'গদর ২' আসতে চলেছে। তার আগে দর্শকদের বড় চমক দিতে প্রেক্ষাগৃহে ফের মুক্তি পেতে চলেছে 'গদর এক প্রেম কথা'।
মুম্বই: ২০০১ সালে মুক্তি পায় বলিউডের ব্লকবাস্টার ছবি 'গদর এক প্রেম কথা' (Gadar Ek Prem Katha)। ছবিতে মুখ্য চরিত্রে দেখা যায় সানি দেওল, আমিশা পটেলকে। এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন অমরেশ পুরি, লিলেট দুবে, সুরেশ ওবেরয়ের মতো তারকারা। বক্স অফিসে দারুণ সাফল্য পায় এই ছবি। কিছুদিন আগেই ঘোষণা হয় যে, জনপ্রিয় এই ছবির সিক্যুয়েল 'গদর ২' আসতে চলেছে। তার আগে দর্শকদের বড় চমক দিতে প্রেক্ষাগৃহে ফের মুক্তি পেতে চলেছে 'গদর এক প্রেম কথা'।
কবে ফের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে 'গদর এক প্রেম কথা'?
সম্প্রতি 'গদর এক প্রেম কথা' নির্মাতাদের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, ২০০১ সালে মুক্তি পাওয়া এই ছবি ফের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। যাতে সিক্যুয়েল আসার আগে দর্শকেরা ফের একবার পুরনো ছবিটি মনে করে নিতে পারেন। জানা যাচ্ছে, আগামী ১৫ জুন দেশজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সানি দেওল ও আমিশা পটেলের ছবি। প্রসঙ্গত, 'অবতার ২' মুক্তি পাওয়ার আগে ফের প্রেক্ষাগৃহে মুক্তি পায় 'অবতার'।
আরও পড়ুন - Golden Globes 2023: প্রথম ভারতীয় ছবি হিসেবে গোল্ডেন গ্লোব জয়, টিম 'আরআরআর'কে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর
প্রেক্ষাগৃহে ফের 'গদর এক প্রেম কথা' মুক্তির প্রসঙ্গে পরিচালক অনিল শর্মা বলেন, 'আমার এটা জেনেই আনন্দ লাগছে যে, দর্শকেরা ফের প্রেক্ষাগৃহে 'গদর এক প্রেম কথা' দেখার জন্য উৎসুক হয়ে রয়েছেন। 'অবতার', 'বাহুবলী'ও সিক্য়ুয়েল মুক্তির আগে প্রথম ছবিটি মুক্তি পেয়েছিল। আমরা প্রথম ছবিটি মুক্তির সমস্ত পরিকল্পনা করে ফেলেছি।'
">
'গদর এক প্রেম কথা'। তারা সিংহ এবং সাকিনার প্রেমকাহিনী। দুই তারকাকে নিয়েই ফের আসতে চলেছে 'গদর ২'। জানা যায়, আমির খানের 'লগান' ছবির সঙ্গে একইদিনে মুক্তি পায় 'গদর এক প্রেম কথা'। দুটি ছবিই বক্স অফিসে দারুণ ব্যবসা করে।